অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট জয় করা চাট্টিখানি কথা নয়। তার ওপর সিরিজ জয়। সবশেষে ষোলকলা পূর্ণ হলো হোয়াইটওয়াশের মধ্য দিয়ে। নিঃসন্দেহে শ্রীলংকান ক্রিকেটে সবচেয়ে ঐতিহাসিক এবং তাৎপর্যময় ঘটনা। শ্রীলংকান ক্রিকেটের ইতিহাসে এই দিনটি আর ফিরে আসবে কি না সন্দেহ রয়েছে। এমন একটি অর্জনের সিরিজ খেলার পর স্বাভাবিকভাবেই প্রশংসার জোয়ারে ভাসছেন লংকান ক্রিকেটাররা।ভারতের কিংবদন্তী ব্যাটসম্যান ভিভিএস লক্ষ্মণ ম্যাথিউজ-হেরাথদের প্রশংসা করে টুইটারে লিখেছেন, ‘শ্রীলংকা দলকে অভিনন্দন। অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘরের মাঠে ৩-০ ব্যবধানে দুর্দান্ত একটি সিরিজ জয়ের জন্য।’অস্ট্রেলিয়ার কিংবদন্তী ব্যাটসম্যান ডিন জোন্স টুইটারে লিখেছেন, ‘মেলবোর্নে মাত্রই ফিরলাম। এসেই শুনলাম শ্রীলংকার কাছে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হয়েছে অস্ট্রেলিয়া। অনেক বেশি অভিনন্দন অ্যাঞ্জেলো ম্যাথিউজ এবং তার দলকে।’ ভারতীয় ধারভাষ্যকার হার্শা ভোগলে রি-টুইট করে লিখেছেন, ‘উপমহাদেশের মাটিতে কেন টানা ৯ টেস্টের সবগুলোতেই হেরেছে অস্ট্রেলিয়া, এটা তদন্ত করে দেখা উচিৎ।’ জবাবে ডিন জোন্স লিখেন, ‘সমস্যা নেই, আমি আছি।’কিংবদন্তী স্পিনার শেন ওয়ার্নও টুইটারে অভিনন্দন জানিয়েছেন শ্রীলংকাকে। তিনি লিখেছেন, ‘শ্রীলংকাকে অভিনন্দন। এই উইকেটে তারা যেভাবে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলেছে, এটা অসাধারণ। দুর্দান্ত নেতৃত্ব দিয়েছেন অ্যাঞ্জেলো ম্যাথিউজ। অসাধারণ বোলিং করেছেন হেরাথ। আর অস্ট্রেলিয়ার কথা কী বলবো, ভেরি পুওর।’কুমার সাঙ্গাকার তো সবচেয়ে বেশি উচ্চসিত হওয়ার কথা। তিনি টুইটারে লিখেছেন, ‘কী অসাধারণ এক জয়। অ্যাঞ্জেলো ম্যাথিউজ আর সনাথ জয়সুরিয়াদের (প্রধান নির্বাচক) অসাধারণ এক সাফল্য। আমাদের ক্রিকেট ইতিহাসে এটা সবচেয়ে সেরা একটি অর্জন। এই দলটি খুবই তরুণ, তবে খুবই শক্তিশালি। এদের জন্য গর্ব হয়।’রঙ্গনা হেরাথের প্রশংসা করে আলাদা একটি টুইট করেছেন তিনি। সেখানে লিখেছেন, ‘যদি রঙ্গনা হেরাথ আজ ইংলিশ হতেন, তাহলে নিশ্চিত তাকে নাইটহুড উপাধি দেয়া হতো। সে যে একজন শ্রীলংকান, এ জন্য আমি সত্যিই গর্বিত। নিশ্চই তিনি সবচেয়ে বেশি কৃতিত্ব দাবি করা এবং সর্বোচ্চ সম্মান পাওয়ার যোগ্যতা রাখেন। গ্রেট ম্যান।’ ইংলিশ ক্রিকেটার জেমস টেলর টু্ইট করেছেন, ‘অসাধারণ এক সিরিজ জয় শ্রীলংকার। দুর্দান্ত একটি সিরিজ খেলেছে তারা। উপমহাদেশে অস্ট্রেলিয়াকে আরও একটি দুঃস্বপ্নের সময় উপহার দিয়েছে তারা।’ সাবেক লংকান ক্রিকেটার এবং ধারাভাষ্যকার রাসেল আরনল্ড লিখেছেন, ‘অ্যাঞ্জেলো ম্যাথিউজ এবং তার দলকে অভিনন্দন। অসাধারণ একটি সাফল্য। অনেক বড়, অনেক বড় একটি অর্জন এটা। তোমাদের নিয়ে আজ আমরা সত্যিই গর্বিত।’সাবেক অধিনায়ক এবং বর্তমান শ্রীলংকা দলের প্রধান নির্বাচক সনাথ জয়সুরিয়া লিখেছেন, ‘বিশ্বের এক নম্বর টেস্ট দলকে হোয়াইটওয়াশ! এটা আমাদের জন্য নিশ্চিত সবচেয়ে সেরা, গ্রেটেস্ট সিরিজ জয়। এই ছেলেদের জন্য আমরা গর্বিত। অভিনন্দন।’দক্ষিণ আফ্রিকার সাবেক ক্রিকেটার রবিন পিটারসন হেরাথের প্রশংসা করে লিখেছেন, ‘সাবশ, রঙ্গনা হেরাথ। সত্যিই অসাধারণ তুমি।’ হার্শা ভোগলে লিখেছেন, ‘শ্রীলংকার জন্য আসুন সবাই একসঙ্গে হাত তুলি। প্রায় অধিকাংশ সময়ই তরুণ ক্রিকেটাররা তাদের হাত খুলেছে। আর হেরাথ তো ছিল দুর্দান্ত, অসাধারণ। এগিয়ে যাও তোমরা।’আইএইচএস/পিআর
Advertisement