জাতীয়

মানিকগঞ্জে জাগো নিউজের ত্রাণ বিতরণ

দেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমের পক্ষ থেকে মানিকগঞ্জে বন্যার্তদের মাঝে ত্রাণসহায়তা দেয়া হয়েছে। বুধবার দুপুরে জেলার ঘিওর উপজেলার বড়টিয়া ইউনিয়নের দুই হাজার পরিবারের মাঝে এই ত্রাণ বিতরণ করা হয়।শ্রীবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত ত্রাণ বিতরণ কার্যক্রমে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জাগো নিউজের সম্পাদক সুজন মাহমুদ, ব্যবস্থাপনা সম্পাদক জিয়াউল হক জিয়া, প্রধান বার্তা সম্পাদক মহিউদ্দিন সরকার, প্রধান প্রতিবেদক মনিরুজ্জামান উজ্জ্বল, বিশেষ সংবাদদাতা আরিফুর রহমান বাবু, সহকারী বার্তা সম্পাদক আরিফুল ইসলাম আরমান, জেলা প্রতিনিধি বিএম খোরশেদ ও বড়টিয়া ইউনিয়নের চেয়ারম্যান ফরিদুর রহমান বাবরসহ স্থানীয় ইউপি মেম্বাররা।এ সময় জাগো নিউজের সম্পাদক সুজন মাহমুদ, প্রধান বার্তা সম্পাদক মহিউদ্দিন সরকার, প্রধান প্রতিবেদক মনিরুজ্জামান উজ্জ্বল ও বিশেষ প্রতিনিধি আরিফুর রহমান বাবু বক্তব্য রাখেন। তারা বলেন, বন্যার্ত মানুষের পাশে দাঁড়াতে পেরে তাদেরও খুব ভালো লাগছে। ভবিষ্যতেও এই চেষ্টা অব্যাহত থাকবে।স্থানীয় জনপ্রতিনিধিরা তাদের বক্তব্যে বন্যার্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য দেশের শীর্ষস্থানীয় শিল্প গ্রুপ প্রাণ-আরএফএল ও জাগো নিউজের প্রতি কতৃজ্ঞতা জানান। এ মানবতার সেবা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন তারা।উল্লেখ্য, জাগো নিউজের পক্ষ থেকে দেশের ১১টি জেলার বন্যার্ত মানুষের মাঝে ত্রাণসহায়তা দেয়া হচ্ছে। দ্বিতীয় দফায় মানিকগঞ্জ, রাজবাড়ি ও শরীয়তপুরে ত্রাণ বিতরণ করা হলো। এই ত্রাণসহায়তা কার্যক্রমে সার্বিক সহযোগিতা করছে দেশের বৃহৎ শিল্পগোষ্ঠী প্রাণ-আরএফএল গ্রুপ।খোরশেদ/এফএ/পিআর

Advertisement