মঞ্চ-টেলিভিশন পর্দা মাতিয়ে চার বছর ধরে বড়পর্দায় কাজ করছেন চিত্রনায়ক আনিসুর রহমান মিলন। তার অভিনীত বেশ কিছু ছবি মুক্তি পেয়েছে। একইসঙ্গে মিলনের অভিনয় দারুণভাবে প্রশংসিত হয়েছে।তবে এই চার বছরে মিলন অভিনীত কোনো ছবি ঈদে মুক্তি পাইনি। তবে এবার পেতে যাচ্ছে। ইফতেখার চৌধুরী পরিচালিত ‘ওয়ান ওয়ে’ ছবির মাধ্যমে ঈদের দর্শকদের কাছে পৌঁছাবেন জনপ্রিয় এই অভিনেতা। সেকারণে দারুণ উচ্ছ্বসিত তিনি। জাগো নিউজের সঙ্গে আলাপে মিলন বলেন, ‘একজন চলচ্চিত্র অভিনেতার সবচেয়ে ভালো লাগা কাজ করে যখন তার অভিনীত ছবি ঈদে মুক্তি পায়। কারণ ঈদ মৌসুম আসলে দর্শকদের জোয়ার দেখা যায় সিনেমা হলে। একটা সাজ সাজ রব পড়ে যায়। সবাই পরিবার-বন্ধুদের নিয়ে উৎসবের আমেজে ছবি দেখতে আসেন। এই দৃশ্য দেখারও আনন্দ আছে। চার বছরের চলচ্চিত্র ক্যারিয়ারে এই প্রথম আমার কোন ছবি ঈদে মুক্তি পেতে যাচ্ছে। সেকারণে নিজের মধ্যে অন্যরকম ভালো লাগা কাজ করছে।’দাপুটে এই অভিনেতা আরো বলেন, ‘সত্যি কথা বলতে কী কাজ করে নিজে সন্তুষ্ট না হলে আমি কখনো বলিনা যে এই ছবিটি নিয়ে আমি আশাবাদী। কিন্তু ‘ওয়ান ওয়ে’ ছবিতে কাজ করে আমি যে তৃপ্তিটা পেয়েছি সেটার কারণে আমার প্রত্যাশটাও বেশি। কারণ ছবিতে চরিত্রের গভীরতা, গল্পটা একেবারেই আলাদা। সেকারণে আমার বিশ্বাস ছবিটি হিট করবে।’ তিনি বলেন, ‘ছবিটি তিনটি মানুষের জীবনযাপন ও রহস্যজনক এবং থ্রিলার ঘরানার কাহিনি নিয়ে নির্মিত হয়েছে। তাছাড়া ছবিতে দেখা যাবে এক গডফাদারকে। সে সবকিছুর কলকাঠি নাড়েন। একেবারেই একটি ‘ফুল অব এন্টারটেইনমেন্ট’ প্যাকেজে নির্মিত হয়েছে ‘ওয়ান ওয়ে’।’ যোগ করে মিলন বলেন, ‘যারা বাংলা ছবির প্রকৃত দর্শক, যারা একজন শিল্পীর কাছে থেকে প্রকৃত অভিনয় দেখতে পছন্দ করেন আমি চাই তারা অবশ্যই ‘ওয়ান ওয়ে’ ছবিটি হলে দেখবেন।’ ‘ওয়ান ওয়ে’ ছবিতে আনিসুর রহমান মিলনের বিপরীতে আছেন চিত্রনায়িকা ববি। এটি এই জুটির তৃতীয় ছবি। এছাড়া ছবিতে আছেন বাপ্পী চৌধুরী। জানা গেছে, ইংরেজি শব্দ হওয়ায় ‘ওয়ান ওয়ে’ নামটি বদলে যেতে পারে। তবে ছবির নাম পরিবর্তন হলেও এর ট্যাগলাইন হিসেবে ব্যবহার করা হবে ‘ওয়ান ওয়ে-এক রাস্তা’। কিছুদিন আগে ছবিটি সেন্সরে ছাড়পত্র লাভ করে। আগামী ঈদে দেশব্যাপী ছবিটি মুক্তি পাবে।এনই/এলএ/এইচআর/আরআইপি
Advertisement