‘মেঘে ঢাকা শহর’ নাটকের সূচনা সঙ্গীত গাইলেন হাবিব ওয়াহিদ। গানটির কথা লিখেছেন জাহিদ আকবর। রুদ্র মাহফুজের রচনায় সাখাওয়াত মানিকের পরিচালনায় প্রথম ধারাবাহিক নাটক এটি। গানটির কথা হল ‘কেউ বোনা আড়ালে মুখোশের ঘর, জোছনা আঁধারে মেঘে ঢাকা শহর’। গানটিতে হাবিবের সঙ্গে দ্বৈতভাবে কণ্ঠ দিয়েছেন নির্ঝর।আট বছর আগে ‘রমিজের আয়না’ ধারাবাহিকে গান করেছিলেন হাবিব ওয়াহিদ। গান প্রসঙ্গে হাবিব ওয়াহিদ বলেন, নাটকের গল্পে সমসাময়িক বিষয়গুলো পেয়েছি, যা আমাকে গানটি করতে উৎসাহী করেছে। গানের কথার মধ্যে কী যেন একটা আছে। গানটা হাতে পেয়েই কাজ শুরু করেছিলাম। ‘মেঘে ঢাকা শহর’ গানটি শ্রোতাদের ভালো লাগবে আশা রাখি। এর আগে আমি ‘রমিজের আয়না’ নাটকের গান করেছিলাম আট বছর আগে। সে গানটিও শ্রোতাপ্রিয় হয়েছিল।জাহিদ আকবর বলেন, নাটকের গল্পটা সত্যি দারুণ। চলতি সময়কে পাওয়া যাবে নাটকের মধ্যে। গানটা লিখতে বেশ সময় নিয়েছি। গল্পটা ভেবে ভেবে গানটি লিখতে হয়েছে। পাঁচ বছর পর হাবিব ওয়াহিদের সঙ্গে আবার গান করলাম। শ্রোতারা গ্রহণ করলে ভালো লাগবে।এইচএন
Advertisement