জাতীয়

উল্টোপথে চলায় ৪০৯ গাড়ির বিরুদ্ধে মামলা

উল্টোপথে (রং সাইড) চালাচলের দায়ে রাজধানীতে ৪০৯টি গাড়ির বিরুদ্ধে মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। মঙ্গলবার দিনব্যাপী অভিযান চালিয়ে এই মামলা দায়ের করা হয়।  বুধবার জাগোনিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের সিনিয়র সহকারী কমিশনার (এসি) এএসএম হাফিজুর রহমান।তিনি জানান, উল্টোপথে যানবাহন চালানো পুরোপুরি বেআইনি। এতে যেমন একদিকে সৃষ্টি হয় যানযটের তেমনি এটি কখনও একজন সু-নাগরিকের পরিচয় বহন করে না। আর তাই উল্টোপথে যানবাহন চলাচল রোধে কঠোর অবস্থান নিয়েছে ডিএমপির ট্রাফিক বিভাগ।এছাড়াও হাইড্রোলিক হর্ণ, হুটার বেকন লাইট, উল্টোপথে চলাচল, কালো গ্লাস ব্যবহার করার কারণে মঙ্গলবার ট্রাফিক বিভাগের অভিযানে মোট ৩ হাজার ৯২০টি যানবাহনকে মামলা দেয়া হয়েছে। এর মধ্যে উল্টোপথে (রং সাইড) চালাচলের দায়ে রাজধানীতে ৪০৯টি গাড়িকে মামলা দেয়া হয়। এ সময় ৫২টি গাড়ি ডাম্পিং ও ৪৮৪টি গাড়ি রেকারিং করা হয়। এর মাধ্যমে মোট ৬ লাখ ৪৮ হাজার ৯০০ টাকা জরিমানাও আদায় করা হয়েছে। এআর/একে/এবিএস

Advertisement