আশুলিয়ায় একটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। এ সময় বাস থেকে দ্রুত নামতে গিয়ে অন্তত ১০ জন বাসযাত্রী আহত হয়েছেন।আশুলিয়ার নবীনগর-চন্দ্রা মহাসড়কের বাড়ইপাড়া জুম্মাঘর নামক জায়গায় মঙ্গলবার রাত ৯ টার দিকে এই অগ্নিসংযোগের ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শীরা জানায়, সাভার-কালিয়াকৈর পরিবহনের (ঢাকা মেট্রো-জ-১৪-১৭০১) একটি যাত্রীবাহী বাস সাভার থেকে চন্দ্রা যাওয়ার পথে মহাসড়কের বাড়ইপাড়া জুম্মাঘর নামক স্থানে পৌঁছালে আগে থেকে বাসে থাকা ৪-৫ জনের এক দল দুর্বৃত্ত বাসটি থামাতে বলে। এ সময় মহাসড়কের পাশে আগে থেকে উৎ পেতে থাকা আরও ৪-৫ জন যুবক বাসটিতে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।এ ঘটনায় জীবন বাঁচাতে বাসের ভেতরে থাকা যাত্রীরা দ্রুত নামতে গেলে অন্তত ১০ যাত্রী আহত হন। খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ও কালিয়াকৈর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।এ ব্যাপারে জানতে চাইলে আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) দিপক চন্দ্র সাহা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘গাড়িটি উদ্ধার করে থানায় আনা হয়েছে।’ এ ঘটনায় তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি।এআরএস
Advertisement