খেলাধুলা

রোনালদো-ভক্ত বলেই বোল্টের প্রিয় ক্লাব রিয়াল

স্প্রিন্টে পারফর্ম করলেও অন্যান্য খেলাধুলায় চোখ রাখেন উসাইন বোল্ট। নিজ দেশ ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটে ভালো খেলছে, তাই এই খেলাও তার ভালো লাগে। আর বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ধেলাধুলা ফুটবলও তার প্রিয়। ক্রিশ্চিয়ানো রোনালদোর দারুণ ভক্ত তিনি। আর সেজন্যই নাকি বোল্টের ফেবারিট দল রিয়াল মাদ্রিদ।তিনবারের বর্ষসেরা ফুটবলার রোনালদোর খেলা উপভোগ করেন বোল্ট। তার খেলা দেখতে গিয়েই রিয়াল মাদ্রিদকে পছন্দের তালিকায় সবার ওপরে রাখছেন জ্যামাইকান এই গতি দানব। বলেন, ‘অবশ্যই রিয়াল মাদ্রিদ আমার প্রিয় ক্লাব। আমি তাদের (লস ব্লাঙ্কস) ভালোবাসি। কারণ ক্রিশ্চিয়ানো রোনালদো......।’সোমবার যুক্তরাষ্ট্রের জাস্টিন গ্যাটলিনকে হারিয়ে ১০০ মিটার স্প্রিন্টে সোনা জিতেছেন বোল্ট। এর মধ্য দিয়ে টানা তৃতীয়বারের মতো অলিম্পিকে এ পদক দখলে নিলেন ২৯ বছর বয়সী দৌড়বিদ। রিও অলিম্পিকে আরো দুটি ইভেন্ট বাকি আছে। তা নিয়ে বোল্টের ভাষ্য, ‘আমার সাথেই থাকুন। আরো দুটো (সোনা) বাকি আছে। আমি এখানে এসেছি তিনটা সোনার পদক জিততে। আমি এসেছি প্রমাণ করতে যে আমি সেরাদের একজন। আমি নিজেকে অন্য সবার চেয়ে আলাদা করতে চাই।’এনইউ/আরআইপি

Advertisement