কোপা আমেরিকার ফাইনালে ব্যর্থতার দায় নিয়ে আর্জেন্টিনা জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন লিওনেল মেসি। অভিমান ভেঙে আবারো আকাশী-নীল জার্সিতে ফিরলেন তিনি। ফুটবল দুনিয়ায় নেমে এসেছে স্বস্তি। বিশেষ করে দারুণ স্বস্তিতে ফিরেছে গোটা আর্জেন্টিনা শিবির। অভিমান ভাঙাতে আর্জেন্টিনার নতুন কোচ এদয়ার্দো বাউজার কৌশল কাজে লেগেছে। তিনি ছুটে গিয়েছিলেন বার্সেলোনায়। বাউজাকে আর না করতে পারেননি পাঁচবারের ব্যালন ডি`অরজয়ী ফুটবলার। এতে ভীষণ খুশি বার্সা ও আর্জেন্টিনার সতীর্থ হাভিয়ের মাসচেরানো। ৩২ বছর বয়সী মিডফিল্ডার জানালেন, আর্জেন্টিনাকে আরো অনেক কিছু দেয়ার বাকি আছে মেসির।মেসিকে ফিরে পাওয়ায় স্বস্তিতে ফেরা মাসচেরানো বলেন, ‘ফাইনালে হারের পর লিও খুব হতাশ হয়েছিল। টানা তিনটি ফাইনাল হারার পর নিজেকে চাঙ্গা রাখা খুব কঠিন। কারণ, সে সম্ভবত হারতে অভ্যস্ত নয়। অবসর নেওয়ার কথা লিও পুরোপুরি বলেনি। সে আসলে খুব হতাশ ছিল। বিষয়গুলো নিয়ে ভাবার পর সে উপলব্ধি করেছে যে দল আর দেশকে আরো অনেক কিছু দেয়ার বাকি আছে তার।’২০১৮ সালে রাশিয়া বিশ্বকাপের বাছাইপর্বে কিছুটা পিছিয়ে আছে আর্জেন্টিনা। নতুন কোচের অধীনে ঘুরে দাঁড়াতে চায় আর্জেন্টিনা। মাসচেরানোর ভাষায়, ‘বিশ্বকাপের বাছাইপর্বে পয়েন্ট তুলে নিতে হবে নতুন কোচকে। আমাদের ছয়টি গুরুত্বপূর্ণ ম্যাচ হয়েছে। আরো পয়েন্ট দরকার। তার (বাউজা) নিশ্চিত করতে হবে আমরা সহজ বিষয়গুলো যেন ঠিকভাবে করি। যেখানে আমাদের উন্নতি করতে হবে বলে তিনি মনে করেন, সেই জায়গাগুলোতে উন্নতি করতে হবে।’এনইউ/এবিএস
Advertisement