আন্তর্জাতিক

শুক্র কি একসময় বাসযোগ্য ছিল?

পৃথিবীর সঙ্গে আকৃতি, আদি গঠন ও আচার-আচরণে যে গ্রহগুলোর মিল রয়েছে তার মধ্যে অন্যতম হলো শুক্র।  সে কারণে অনেকে এ গ্রহটিকে পৃথিবীর জমজ বোন বলে আখ্যায়িত করে থাকেন। তবে পৃথিবীর সঙ্গে এ গ্রহরে পার্থক্যও আছে বিস্তর। পার্থক্যগুলোর অন্যতম হলো পৃথিবী ও শুক্রের তাপমাত্রা। শুক্র হলো সূর্যের দ্বিতীয় নিকটতম গ্রহ। ফলে এর অভ্যন্তরীণ তাপমাত্রা অত্যন্ত বেশি। এ তাপ এত বেশি যে তা অনায়াসে সিসাকেও গলিয়ে ফেলতে পারে। নানাভাবে পৃথিবী ও সূর্যের মিল থাকলেও অনেকে এতদিন মনে করতেন, গ্রহটি প্রাণ বিকাশের অনুপযোগী। কারণ হিসেবে তারা বলতেন, এ গ্রহের বায়ুমণ্ডল ঘন কার্বন ডাইঅক্সাইডের গ্যাস দ্বারা গঠিত। তবে সম্প্রতি এক গবেষণায় নতুন ধরনের তথ্য উঠে আসছে। যেখানে বলা হচ্ছে, ৩০০ কোটি বছর আগে হয়তো শুক্রের পরিবেশ আজকের মতো চরম প্রতিকূল ছিল না। আর তা থেকেই বলা হচ্ছে, হয়তো ২শ বছর আগেও পৃথিবীর মতো বাসযোগ্য ছিল শুক্র।     জিওফিজিক্যাল রিসার্চ লেটারস জার্নালে প্রকাশিত গবেষণাপত্রে এসব বলা হয়েছে। নাসার গডডার্ড ইনস্টিটিউট ফর স্পেস স্টাডিজের বিজ্ঞানীরা বলছেন, ২শ বছর আগে সম্ভবত শুক্র গ্রহে পৃথিবীর মতো তরল পানির সমুদ্রও ছিল। কিন্তু সূর্যের অনেক কাছে হওয়ায় এক সময় এই পানি বাষ্পীভূত হয়ে যায়।  এনএফ/এমএস

Advertisement