খেলাধুলা

জিতেও জরিমানা গুণতে হলো পাকিস্তানকে

দুর্দান্ত এক জয় লন্ডনের কেনিংটন ওভালে। ১০ উইকেটে ইংল্যান্ডকে হারিয়ে সিরিজ শেষ করেছে ২-২ ব্যবধানে ড্র দিয়ে। ১৫ বছর পর পাকিস্তানের মাটিতে সিরিজ ড্র করার পরও জরিমানা গুণতে হচ্ছে পাকিস্তান ক্রিকেট দলকে। স্লো ওভার রেটের দায়ে অধিনায়ক মিসবাহর ম্যাচ ফির ২০ ভাগ এবং অন্য খেলোয়াড়দের ম্যাচ ফি’র ১০ ভাগ কেটে নিলো আইসিসি।ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) জানায় নির্ধারিত সময়ে এক ওভার কম বোলিং করায় পাকিস্তানকে এ জরিমানা করেন ম্যাচ রেফারি ওয়েস্ট ইন্ডিজের রিচি রিচার্ডসন।আইসিসির নিয়মানুযায়ী নির্ধারিত সময়ে কোন দল বোলিং কোটা পুরণ করতে ব্যর্থ হলে সে দলের প্রত্যেক খেলোয়াড়কে মাচ ফি’র দশ শতাংশ জরিমানা গুনতে হয়। অধিনায়ককে দিতে হয় দ্বিগুণ। চলতি বছর এটা মিসবাহ-উল হকের প্রথম স্লো ওভার রেটের ঘটনা। ১২ মাসের মধ্যে যদি এমন ঘটনার জন্ম দেন, তাহলে এক ম্যাচ নিষিদ্ধ হবেন মিসবাহ।আইএইচএস/পিআর

Advertisement