আজকের আয়োজন

সাধারণ জ্ঞান : বাংলা সাহিত্যের ইতিহাস- শেষ পর্ব

বাংলা সাহিত্যের ইতিহাস হাজার বছরের। প্রাচীন কাল থেকেই বাংলা সাহিত্য উৎকর্ষতার সাথে এগিয়ে যাচ্ছে। তবে শুরুর দিকে যা সৃষ্টি হয়েছে, তা আজও স্মরণীয়। সেই স্মরণীয় বিষয় নিয়েই আজকের আয়োজনের শেষ পর্ব-১. প্রশ্ন : আধুনিক পন্ডিতগণের মতে, নেপালে প্রাপ্ত চর্যাপদের পুঁথির নাম কী?উত্তর : চর্যাগীতি কোষ।২. প্রশ্ন : চর্যার প্রাপ্ত কোন সংখ্যক পদটি টীকাকার কর্তৃক ব্যাখ্যা হয়নি?উত্তর : ১১ সংখ্যক পদ।৩. প্রশ্ন : চর্যার প্রাপ্ত পুঁথিতে কোন কোন সংখ্যক পদ সম্পূর্ণ পাওয়া যায়নি?উত্তর : ২৪, ২৫ ও ৪৮ সংখ্যক পদ।৪. চর্যার প্রাপ্ত কোন পদটির শেষাংশ পাওয়া যায়নি?উত্তর : ২৩ সংখ্যক পদ।৫. প্রশ্ন : সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে, বাংলা ভাষার উদ্ভব কোন সময়কালে?উত্তর : খ্রিষ্টিয় দশম শতকের কাছাকাছি সময়ে।৬. প্রশ্ন : প্রাকৃত ভাষার সময়কাল-উত্তর : খ্রিষ্টপূর্ব ৮০০ খ্রিষ্টাব্দের দিকে৭. প্রশ্ন : কোন লিপিকে ভারতের মৌলিক লিপি বলা হয়?উত্তর : ব্রাহ্মী লিপি।৮. প্রশ্ন : ব্রাহ্মী লিপির পূর্ববর্তী লিপি কোনটি?উত্তর : খরোষ্ঠী লিপি।৯. প্রশ্ন : ভারতীয় লিপিশালার প্রাচীনতম রূপ কয়টি?উত্তর : দুইটি।১০. প্রশ্ন : খ্রিষ্টপূর্ব ৩য় শতকে কোন শাসকের শাসনমালা ব্রাহ্মী লিপিতে উৎকীর্ণ পাওয়া যায়?উত্তর : সম্রাট অশোক।১১. প্রশ্ন : বাংলা লিপি ও বর্ণমালার উদ্ভব হয়েছে কোন লিপি থেকে?উত্তর : কুটিল লিপি থেকে।১২. প্রশ্ন : কোন যুগে বাংলা লিপি ও অক্ষরের গঠনকার্য শুরু হয়?উত্তর : সেন যুগে।১৩. প্রশ্ন : কোন যুগে বাংলা লিপির গঠনকার্য স্থায়ীরূপ লাভ করে?উত্তর : প্রাচীন যুগে।১৪. প্রশ্ন : হরপ্রসাদ শাস্ত্রী কর্তৃক চর্যাগীতিকা কবে প্রকাশিত হয়েছিল? উত্তর : ১৯১৬ সালে। ১৫. প্রশ্ন : চর্যা সংগ্রহটিতে সর্বমোট কয়টি চর্যাগীতি ছিল?উত্তর : ৫১টি। ১৬. প্রশ্ন : চর্যাপদের তিব্বতী অনুবাদ কে আবিষ্কার করেন? উত্তর : ড. প্রবোধচন্দ্র বাগচী। ১৭. প্রশ্ন : চর্যাপদের ভাষায় কোন অঞ্চলের নমুনা পরিলক্ষিত হয়? উত্তর : পশ্চিম বাংলার প্রাচীনতম কথ্য ভাষার। ১৮. প্রশ্ন : ড. সুনীতি কুমার চট্টোপাধ্যায় কবে চর্যাপদের ভাষা বাংলা বলে প্রমাণ করেন? উত্তর : ১৯২৬ সালে। ১৯. প্রশ্ন : চর্যাপদের প্রতিপাদ্য বিষয় কী?উত্তর : বৌদ্ধ সহজিয়া সিদ্ধাদের গুহ্য সাধনতত্ত্ব এবং তৎকালীন সমাজ ও জীবনের পরিচয়। ২০. প্রশ্ন : চর্যাপদ কোন ছন্দে রচিত? উত্তর : মাত্রাবৃত্ত ছন্দে।এসইউ/এবিএস

Advertisement