রাজনীতি

খালেদার মামলার তদন্ত প্রতিবেদন ১৭ ফেব্রুয়ারি

ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ১৭ ফেব্রুয়ারি পুনর্নির্ধারণ করেছেন আদালত।মঙ্গলবার ঢাকা মহানগর বিচারক শামসুল আরেফিন এ আতেশ দেন। এ দিন মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ধার্য ছিল। ২০১৪ সালের ২১ অক্টোবর জননেত্রী পরিষদের সভাপতি এ বি সিদ্দিকী মামলাটি দায়ের করেন।মামলায় অভিযোগ করা হয়, গত বছরের ১৪ অক্টোবর খালেদা জিয়া তার গুলশান কার্যালয়ে দুর্গাপূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের সাথে শুভেচ্ছা বিনিময়কালে বলেন, আওয়ামী লীগ ধর্মনিরপেক্ষতার মুখোশ পরে আছে। আসলে দলটি ধর্মহীনতায় বিশ্বাস করে।খালেদা জিয়ার এ কথায় বাদীর ধর্মীয় অনুভূতিতে আঘাত লেগেছে মর্মে উল্লেখ করা হয়েছে। বাদীপক্ষে মামলা পরিচালনা করেন রওশন আরা শিকদার ডেইজি।বিএ

Advertisement