গ্রেনাডার কিরানি জেমসকে হারিয়ে রিও অলিম্পিকে ৪০০ মিটারে সোনা জিতেছেন ওয়েইড ভ্যান নিকেরেক। গড়েছেন বিশ্বরেকর্ড। ২৪ বছর বয়সী প্রোটিয়া স্প্রিন্টার এই ইভেন্টে দৌড়েছেন ৪৩.০৩ সেকেন্ডে। তিনি ভেঙেছেন ১৭ বছরের পুরোনো রেকর্ড। এর আগে ১৯৯৯ সেভিয়া বিশ্ব চ্যাম্পিয়নশিপে ৪০০ মিটারের বিশ্বরেকর্ড গড়েছিলেন কিংবদন্তি মাইকেল জনসন, ৪৩.১৮ সেকেন্ডে। জনসনের রেকর্ডের চেয়েও ০.১৫ সেকেন্ড কম সময় নিয়েছেন নিকেরেক। ইতিহাস গড়ার পর সাংবাদিকদের নিকেরেক বলেন, ‘আমার বিশ্বাস ছিল যে আমি বিশ্বরেকর্ড গড়তে পারবো। সারা জীবন এই পদক জেতার স্বপ্ন দেখেছি আমি।’এনইউ/এমএস
Advertisement