অর্থনীতি

মেরিকো বাংলাদেশের মুনাফা কমেছে ২২.৪৭ শতাংশ

পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের প্রতিষ্ঠান মেরিকো বাংলাদেশ লিমিটেডের তৃতীয় প্রান্তিকে মুনাফা এবং আয় আগের বছর একই সময়ের তুলনায় কমেছে ২২ দশমিক ৪৭ শতাংশ।৩১ ডিসেম্বর ২০১৪ (অক্টোবর-ডিসেম্বর) তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।জানা গেছে, তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির কর পরবর্তী মুনাফা হয়েছে ২৮ কোটি ৩১ লাখ ৩০ হাজার টাকা, যা আগের বছর একই সময়ে হয়েছিলো ৩৪ কোটি ৬৭ লাখ ৬০ হাজার টাকা। অর্থাৎ সে হিসেবে তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির মুনাফা কমেছে ৬ কোটি ৩৬ লাখ ৩০ হাজার বা ২২ দশমিক ৪৭ শতাংশ।একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৮ দশমিক ৯৯ টাকা, যা আগের বছর একই সময়ে হয়েছিলো ১১ দশমিক শূন্য ১ টাকা।এদিকে এপ্রিল থেকে ডিসেম্বর পর্যন্ত নয় মাসে কোম্পানিটির কর পরবর্তী মুনাফা হয়েছে ১১৫ কোটি ১০ লাখ ২০ হাজার টাকা, যা আগের বছর একই সময়ে হয়েছিলো ১০৯ কোটি ৯২ লাখ ৫০ হাজার টাকা।আর নয় মাসে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩৬ দশমিক ৫৪ টাকা, যা আগের বছর একই সময়ে হয়েছিলো ৩৪ দশমিক ৯০ টাকা।এসআই/বিএ

Advertisement