যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ব্যস্ততম কুইন্সের ওজনপার্ক এলাকায় সন্ত্রাসীদের গুলিতে ইমামসহ দুই বাংলাদেশি হত্যাকাণ্ডের ঘটনায় মুসল্লিদের মধ্যে আতংক ছড়িয়ে পড়েছে। শনিবার জোহরের নামাজ শেষে মসজিদ থেকে বাড়ি ফেরার পথে আল ফোরকান জামে মসজিদের ইমাম এবং আরেকজন মুসল্লিকে এক বন্দুকধারী গুলি করে হত্যা করে।ওই হত্যকাণ্ডের পর স্থানীয় মুসল্লিদের দাবি, ইসলামের প্রতি বিদ্বেষের কারণেই এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে পুলিশের দাবি হত্যার মোটিভ এখনো জানা যায়নি এবং হত্যাকারীদের এখনো চিহ্নিত করা সম্ভব হয়নি। ফলে এটি বিদ্বেষমূলক কিনা সেটা এখনই বলা যাবে না।এদিকে, নিউইয়র্কের মেয়র বিল ডে ব্লাসিও বলছেন, আমরা এখনও মাওলানা আকনজি এবং তারা মিয়া হত্যাকাণ্ডের উদ্দেশ্য সম্পর্কে জানি না। তবে আমরা এটা বুঝতে পারছি যে, মুসলিমরা ধর্মীয় বিদ্বেষের শিকার। এটা একটা সংকটময় পরিস্থিতি।নিউইয়র্ক পুলিশের মুখপাত্র টিফানি ফিলিপস এই হত্যাকাণ্ডের ঘটনা নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, কুইন্সের ওজোন পার্ক এলাকার একটি রাস্তায় মাওলানা আকনজি এবং তারা মিয়া গুলিবিদ্ধ হন। ঘটনাস্থলেই মাওলানা আকনজির মৃত্যু হয়। অপরদিকে, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থান মারা গেছেন তারা মিয়া। টিটিএন/এমএস
Advertisement