আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের মসজিদে টহল পুলিশ বাড়ানোর দাবি

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ব্যস্ততম কুইন্সের ওজনপার্ক এলাকায় সন্ত্রাসীদের গুলিতে ইমামসহ দুই বাংলাদেশি হত্যাকাণ্ডের ঘটনায় মুসল্লিদের মধ্যে আতংক বিরাজ করছে। শনিবার জোহরের নামাজ শেষে মসজিদ থেকে পায়ে হেঁটে বাড়ি ফেরার সময় নিউ ইয়র্ক সিটির ওজনপার্কে আল ফোরকান জামে মসজিদের ইমাম এবং আরেকজন মুসল্লিকে এক বন্দুকধারী গুলি করে হত্যা করে।অজ্ঞাত বন্দুকধারীর গুলিতে ইমাম আলাউদ্দিন আকনজি এবং তার সঙ্গে থাকা অপর মুসল্লি তারা মিঞাকে হত্যার ঘটনাকে স্থানীয় বাঙালী সম্প্রদায় ‘হেট ক্রাইম’ বলে বর্ণনা করেছে। তবে পুলিশ বলছে, হত্যার মোটিভ এখনো জানা যায়নি এবং হত্যাকারীদের এখনো চিহ্নিত করা সম্ভব হয়নি। ফলে এটি ‘হেট ক্রাইম’ কিনা সেটা এখনই বলা যাবে না।এদিকে, নিউইয়র্কে বাংলাদেশিদের পরিচালিত যতগুলো মসজিদ রয়েছে তার প্রায় সবগুলোর পক্ষ থেকেই নিউইয়র্ক পুলিশ বিভাগের প্রতি টহল পুলিশের সংখ্যা বৃদ্ধি করার জন্য আবেদন জানানো হয়েছে।বিশেষ করে নামাজের অংশ নেয়া মুসল্লিদের যাতায়াত পথেও যেন পুলিশের নজরদারী থাকে সেই আবেদনও জানানো হয়েছে। ওই দুই বাংলাদেশির মৃতদেহের ময়না তদন্ত শেষ হবার পর সোমবার নিউইয়র্ক সময় বেলা এগারোটার দিকে স্বজনদের কাছে হস্তান্তর করার কথা রয়েছে।টিটিএন/এমএস

Advertisement