খেলাধুলা

টানা দুই সোনা মারের

সময়টা দারুণ কাটছে অ্যান্ডি মারের। কদিন আগে উইম্বলডন শিরোপা জিতেছিলেন তিনি। রিও অলিম্পিকেও সেই ধারাবাহিকতা অব্যাহত রাখলেন ইংলিশ তারকা। সোমবার ফাইনালে আর্জেন্টিনার হুয়ান মার্টিন দেল পোত্রোকে ৭-৫, ৪-৬, ৬-২, ৭-৫ গেমে হারিয়ে টেনিসের এককে সোনা জিতলেন মারে।এর মধ্য দিয়ে অনন্য কীর্তি গড়লেন মারে। প্রথম খেলোয়াড় হিসেবে অলিম্পিকে টানা দুবার এককের শিরোপা ধরে রাখার কৃতিত্ব দেখালেন এই ইংলিশ। অলিম্পিকের ১২০ বছরের ইতিহাসে যা আর কেউ করে দেখাতে পারনেনি। এর আগে ২০১২ সালে ঘরের মাঠে অনুষ্ঠিত লন্ডন অলিম্পিকেও সোনা জিতেছিলেন তিনি।রিও অলিম্পিকে সোনা জেতার পর কেঁদেই ফেললেন মারে। আবেগপ্রবণ হয়ে পড়া এই টেনিস তারকা বলেন, ‘আজ একটি কঠিন লড়াইয়ে জয়লাভ করলাম। দেল পোত্রো অনেক ভালো খেলেছে। তাই বড় একটি ম্যাচ জিতে স্বর্ণপদক দখলে নিলাম। যে কারণে আবেগপ্রবণ হয়ে পড়ি।’এনইউ/এমএস

Advertisement