এক হাজার ৩১ কোটি ৬৭ লাখ টাকার ছয়টি প্রকল্প অনুমোদন করেছে জাতীয় অর্থনৈতিক নির্বাহী কমিটি (একনেক)। মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এসব প্রকল্পের অনুমোদন দেয়া হয়। অনুমোদিত প্রকল্পের মধ্যে দুটি নতুন এবং চারটি সংশোধিত। প্রকল্প ব্যয়ের ৬৯৫ কোটি ৬২ লাখ টাকা সরকার বহন করবে এবং প্রকল্প সাহায্য হিসেবে পাওয়া যাবে ৩৩৬ কোটি টাকা।ঢাকা ও নারায়ণঞ্জের মধ্যে দ্বিমুখী রেললাইন হচ্ছে। বিদ্যমান মিটারগেজ লাইনের সমান্তরালে সাড়ে একুশ কিলোমিটার দীর্ঘ আরো একটি ডুয়েলগেজ লাইন নতুন করে নির্মাণ করা হচ্ছে। ১৮৮৫ সালের পর এই প্রথম একটি রেললাইন এখানে হচ্ছে।মঙ্গলবার একনেক সভায় ‘ঢাকা-নারায়ণগঞ্জ সেকশনে বিদ্যমান মিটারগেজ রেললাইনের সমান্তরাল একটি ডুয়েলগেজ রেললাইন নির্মাণ’ নামক একটি প্রকল্পের অনুমোদন দেয়া হয়। বাংলাদেশ রেলওয়ে ৩৭৮ কোটি টাকা ব্যয়ে প্রকল্পটি বাস্তবায়িত করবে। মোট ব্যয়ের মধ্যে ১২৯ কোটি টাকা সরকার দেবে। বাকি ২৪৯ কোটি টাকা জাপান সরকার অনুদান হিসেবে দেবে। প্রকল্পটি ২০১৭ সালের জুনের মধ্যে শেষ হবে বলে জানান পরিকল্পনা মন্ত্রী আহম মুস্তফা কামাল।মন্ত্রী আরো জানান, সভায় ১ হাজার ৩১ কোটি ৬৭ লাখ টাকা ব্যয়ে মোট ৬টি প্রকলরপ অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে ২টি নতুন, ৪টি সংশোধিত। ব্যয়ের ৬৯৫ কোটি টাকা সরকার বহন করবে, বাকি ৩৩৬ কোটি টাকা প্রকল্প সাহায্য পাওয়া যাবে।একনেক সভায় রেলের অপর একটি সংশোধিত প্রকল্পেরও অনুমোদন দেয়া হয়। সংশোধিত এ প্রকল্পটির নাম পাহাড়তলী ওয়ার্কসপ উন্নয়ন (১ম সংশোধিত)। মূল অনুমোদিত প্রকল্পটি ১৪৬ কোটি টাকার হলেও আজকের (মঙ্গলবার) সভা ৭২ কোটি টাকা ব্যয় বাড়িয়ে ২১৮ কোটি টাকায় প্রকল্পটির অনুমোদন দেয়। মোট প্রাক্কলিত ব্যয়ের মধ্যে সরকার দেবে ১৩১ কোটি টাকা। বাকি ৮৭ কোটি টাকা জাপান সরকার অনুদান হিসেবে দেবে। রেলওয়ের ক্যারেজ ও ওয়াগণ মেরামত ও রক্ষণাবেক্ষনের জন্য চট্টগ্রামের পাহাড়তলী ওয়ার্কসপের প্রয়োজনীয় আধুনিকীকরণ করতেই সংশোধিত এ প্রকল্পটি হাতে নেয়া হয়। বাংলাদেশ রেলওয়ে ২০১৭ সালের ডিসেম্বরের মধ্যে প্রকল্পটি সম্পন্ন করবে বলে সভায় জানানো হয়।ঢাকা মহানগরীতে ১১টি মাধ্যমিক বিদ্যালয় এবং ৬টি মহাবিদ্যালয় (সরকারি) স্থাপন (২য় সংশোধিত) ব্যয় ধরা হয়েছে ৪৩৫ কোটি টাকা। এদিকে, স্বল্পমূল্যে সৌরবিদ্যুৎ উৎপাদন প্রযুক্তি কার্যক্রম আরো গতিশীল করতে ‘স্বল্পমূল্যে সৌর বিদ্যুৎ উৎপাদন প্রযুক্তি উন্নয়ন (১ম সংশোধিত) নামক আরো একটি সংশোধিত প্রকল্পের অনুমোদন দেয় একনেক সভা। বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ ২০১৬ সালের জুনের মধ্যে প্রকল্পটি বাস্তবায়ন করবে। সম্পূর্ণ সরকারি অর্থায়নে ২৮ কোটি টাকায় এটি বাস্তবায়িত হবে।একনেক সভায় ‘সিরাজগঞ্জ-কাজিপুর-ধুনট সড়কে ৩টি পিসি গার্ডার ব্রিজ (শালুয়াঘাট, পাইকরতলি ও ঘোড়াচড়া) ও বিদ্যমান ৩টি বেইলি ব্রিজের সুপার স্ট্রাকচার (নইলসাপাড়া, ফকিরতলা ও সোনামুখী) নির্মাণ (১ম সংশোধিত) ও ‘শ্রম ভবন’ নামক অপর ২টি প্রকল্পেরও অনুমোদন দেয়া হয়।এসআর/আরএস
Advertisement