বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কটূক্তি করার অভিযোগে ঝালকাঠি সদর উপজেলার গাভারামচন্দ্রপুর ইউনিয়নের শাহ মাহাম্মুদিয়া কলেজের রাষ্ট্র বিজ্ঞান বিভাগের প্রভাষক রিয়াজ-উল-আমিন জামাল সিকদারকে শোকজ করা হয়েছে। এছাড়াও অভিযোগ তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। ওই প্রভাষকে তিন কার্য দিবসের মধ্যে শোকজের জবাব ও তদন্ত কমিটিকে সাত কার্য দিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। ঝালকাঠি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মকবুল হোসেনের নির্দেশে কলেজের অধ্যক্ষ নুরুল ইসলাম তালুকদার রোববার এ শোকজ করেন।জনা গেছে, জাতীয় শোক দিবস উপলক্ষে কলেজে রচনা প্রতিযোগীতার আয়োজন করা হয়। রচনার বিষয়বস্তু নির্ধারণ করা হয় ‘শিক্ষা বিস্তারে বঙ্গবন্ধুর অবদান’। কলেজের শিক্ষার্থীরা গত বৃহস্পতিবার প্রভাষক রিয়াজ-উল-আমিন জামাল সিকদারের কাছে এ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘শিক্ষা ক্ষেত্রে বঙ্গবন্ধুর কোনো অবদান নেই’। পরে শিক্ষার্থীরা এই বিষয়টি অন্য শিক্ষক ও তাদের অভিবাবকদেরকে জানান। তারা এ বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করেন। এ ব্যাপারে অভিযুক্ত ওই প্রভাষক রিয়াজ-উল-আমিন জামাল সিকদার বলেন, এটা সম্পূর্ণ বানোয়াট ঘটনা। আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে।কলেজের অধ্যক্ষ নুরুল ইসলাম তালুকদার বলেন, তদন্ত প্রতিবেদনে অভিযোগের সত্যতা পাওয়া গেলে ওই প্রভাষকের বিরুদ্ধে আইনগত ব্যাবস্থা নেয়া হবে। ঝালকাঠি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মকবুল হোসেন বলেন, এ ব্যাপারে অভিযোগ পাওয়ার পরে কলেজের অধ্যক্ষকে ওই প্রভাষকের বিরুদ্ধে ব্যাবস্থা গ্রহণের জন্য বলেছি।আতিকুর রহমান/এফএ/পিআর
Advertisement