ইতোমধ্যেই ছয়টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন নুরুল হাসান সোহান। গত কয়েক বছরের তরুণদের সাফল্যের ধারাবাহিকতায় সামনে সুযোগ ওয়ানডে ও টেস্ট খেলার। তবে টেস্টে খেলার স্বপ্ন দেখলেও এখনই তা নিয়ে ভাবছেন না সোহান। ক্যাম্পে সুযোগ পাওয়ায় সেখান থেকে নিজের সর্বোচ্চ উন্নতি করে নিতে চান এ নবীন। তবে সুযোগ পেলে তা ভালোভাবে কাজে লাগানোর প্রত্যয় প্রকাশ করেন এ উইকেটরক্ষক ব্যাটসম্যান।রোববার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে অনুশীলন করতে আসেন সোহান। অনুশীলন শেষে বিসিবি কার্যালয়ে তিনি বলেন, ‘জাতীয় দলের ক্যাম্পে আছি। এখানে লক্ষ্য হচ্ছে যতো বেশি উন্নতি করা যায়, তা করে নেওয়া। সব সময়ই লক্ষ্য থাকে ভালো খেলার। সব সময়ই চিন্তা করি সুযোগ আসলে সেটা যেন ভালোভাবে কাজে লাগাতে পারি।’সব কিছু ঠিক থাকলে আগামী ৩০ সেপ্টেম্বর তিনটি ওয়ানডে ও দুটি টেস্ট খেলতে ঢাকায় আসবে ইংল্যান্ড দল। এ সিরিজকে লক্ষ্য রেখে গত ২০ জুলাই থেকে কন্ডিশনিং ক্যাম্প করে যাচ্ছেন টাইগাররা। তাই সিরিজের আগেই ফিটনেসের সর্বোচ্চ উন্নতি করতে চান সোহান।‘এখন যেহেতু ফিটনেস ক্যাম্প চলছে। এখন লক্ষ্য ফিটনেসটা উন্নতি করা। দিনে দিনে দলের সবাই ফিটেনেসে উন্নতি করছে। যখন আমাদের একটানা খেলা থাকবে এটা আমাদের অনেক সাহায্য করবে। এরপর স্কিল ক্যাম্প আছে। এরপর আমার দুর্বল জায়গা নিয়ে কাজ করবো।’বর্তমানে ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ খেলছে ইংল্যান্ড। সে খেলা নিয়মিত দলের সবাই দেখেন বলে জানান সোহান। তাদের কে কেমন ব্যাটিং করছে তা নিয়েও আলোচনা চলে বলে উল্লেখ করেন তিনি। তবে ইংল্যান্ড সিরিজের আগে বিসিএল আয়োজন হওয়ায় দারুণ খুশি এ নবীন। এ টুর্নামেন্ট অনেক সাহায্য করবে বলে মনে করছেন সোহান। বলেন, ‘বিসিএলে আমাদের অনেক উপকার হবে। কারণ আমরা অনেক দিন টেস্ট বা চারদিনের ম্যাচের বাইরে আছি। আমাদের উন্নতি করার সুযোগ থাকবে। কারণ ইংল্যান্ড সিরিজের আগে আমরা কয়েকটি চার দিনের ম্যাচ খেলার সুযোগ পাচ্ছি।’আরটি/এনইউ/পিআর
Advertisement