জাতীয়

সিরাজগঞ্জে জাগো নিউজের ত্রাণ বিতরণ

বন্যাদুর্গত এলাকার মানুষের সাহায্যার্থে এবার দেশের ১১ জেলায় ত্রাণসহায়তা দেয়া হচ্ছে জাগো নিউজের পক্ষ থেকে। জামালপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট ও নীলফামারী জেলায় ত্রাণ বিতরণ শেষে আজ সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার রূপপুর ইউনিয়নের বন্যার্ত মানুষের মাঝে ত্রাণ বিতরণ করা হয়।রোববার বিকেল সাড়ে ৪টার দিকে ত্রাণ বিতরণ করা হয়। যমুনা পাড়ের এ ইউনিয়নের ক্ষতিগ্রস্ত প্রায় এক হাজার মানুষের মাঝে প্রাণ কোম্পানির পণ্যসামগ্রী বিতরণ করা হয়।এসময় উপস্থিত ছিলেন শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম আহমেদ, সহকারী কমিশনার (ভূমি) মো. অারিফুজ্জামান, জাগো নিউজের মফস্বল সম্পাদক মাহাবুর আলম সোহাগ, জ্যেষ্ঠ প্রতিবেদক সায়েম সাবুসহ স্থানীয় জনপ্রতিনিধি।ত্রাণ পেয়ে হালিমা খাতুন নামের এক দুস্থ নারী বলেন, ‘বাড়িঘর পানিতে ডুবে ছিল। ফসলের জমি এখনো পানির নিচে। সামান্য ত্রাণই এখন অনেক কিছু। যা পাইলাম, তাতেই খুশি।’উল্লেখ্য, জাগো নিউজের পক্ষ থেকে দেশের ১১টি জেলার বন্যার্ত মানুষের কাছে ত্রাণসহায়তা পৌঁছে দেয়া হবে। জেলাগুলো হলো- জামালপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট, গাইবান্ধা, বগুড়া, সিরাজগঞ্জ, রাজবাড়ি, ফরিদপুর, মানিকগঞ্জ, মাদারীপুর ও শরীয়তপুর। জাগো নিউজের এই ত্রাণসহায়তা কার্যক্রমে সার্বিক সহযোগিতা করছে দেশের বৃহৎ শিল্পগোষ্ঠী প্রাণ-আরএফএল।এএসএস/বিএ/আরআইপি

Advertisement