খেলাধুলা

ইতিহাস গড়লেন মনিকা

পুয়ের্তো রিকোকে অলিম্পিকের আসরে প্রথমবারের মতো সোনা জিতিয়ে ইতিহাস গড়লেন মনিকা পুইগ। মেয়েদের টেনিস এককের ফাইনালে তিনি হারিয়েছেন জার্মানির আঞ্জেলিক কারবারকে,  ৬-৪, ৪-৬, ৬-১ গেমে। হার্ড কোর্টে এবারই প্রথম কারবারের বিপক্ষে প্রথম জয় পেলেন মনিকা। এর আগের দুইবারের দেখায় পরাস্ত হয়েছিলেন ২২ বছর বয়সী তারকা। অস্ট্রেলিয়ান ওপেন চ্যাম্পিয়ন কারবারকে চমকে দিয়ে পুয়ের্তো রিকোর প্রথম কোনো নারী অ্যাথলেট হিসেবেও প্রথম পদক জিতলেন তিনি। সোনা জিততে পেরে দারুণ খুশি মনিকা। বলেন, ‘এই জয় ভাষায় প্রকাশ করার মতো নয়। আমি ভাষা হারিয়ে ফেলেছি। আমি এটি খুব করে চেয়েছিলাম।’এনইউ/পিআর

Advertisement