খেলাধুলা

ভারতের সিরিজ জয়

দ্বিতীয় টেস্টে জয়ের সুযোগ হাত ছাড়া হলেও তৃতীয় টেস্টে এসে ঠিকই জয় তুলে নিলো কোহলির নেতৃত্বাধীন ভারত। তৃতীয় টেস্টে ২৩৭ রানের জয় নিয়ে এক ম্যাচ হাতে রেখে সিরিজ জিতে নেয় ভারত। উপমহাদেশের বাইরে এটি  ভারতের তৃতীয় সর্বোচ্চ ব্যবধানের জয়।সেন্ট লুসিয়া টেস্টে শনিবার ৭ উইকেটে ২১৭ রানে ভারত দ্বিতীয় ইনিংস ঘোষণা করায় জয়ের জন্য পঞ্চম ও শেষ দিন ৮৭ ওভারে ৩৪৬ রানের লক্ষ্য পায় ওয়েস্ট ইন্ডিজ। ভারতের দেওয়া লক্ষ্যে ব্যাট করতে নেমে চার রানের মধ্যে দুই উদ্বোধনী ব্যাটসম্যানকে হারায় স্বাগতিকরা।ওয়েস্ট ইন্ডিজের হয়ে একাই লড়াই করেন ড্যারেন ব্রাভো। ৫৯ রান করেন তিনি। মারলন স্যামুয়েলস ১২ ও রস্টন চেজ ১০ রান করেন। এছাড়া অন্য কোনো ব্যাটসম্যান দুই অঙ্কের ঘরে পৌঁছতে পারেননি। ফলে ১০৮ রানেই থেমে যায় ওয়েস্ট ইন্ডিজের ইনিংস।ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় ইনিংস গুটিয়ে দেওয়ায় সবচেয়ে বড় অবদান মোহাম্মদ শামির। ১৫ রানে তিন উইকেট নেন এই পেসার। এছাড়া রবিন্দ্র জাদেজা ও ইশান্ত শর্মা দুটি করে উইকেট নেন। প্রথম ইনিংসে সেঞ্চুরির সুবাধে ম্যাচসেরা হন অশ্বিন।এমআর/আরআইপি

Advertisement