আন্তর্জাতিক

আইসক্রিম চোরের তথ্য দিলেই পুরস্কার

আইসক্রিম চোরদের আটকের জন্য তথ্য দিলেই পুরস্কার দেয়া হবে। এমন ঘোষণা দিয়েছেন নিউইয়র্কের ধনকুবের জন ক্যাটসিমাটিডিস।গ্রোসারি শপ টাইকুন হিসেবে পরিচিত এই কোটিপতি একসময় মেয়র পদেও নির্বাচন করেছিলেন।তার ঘোষণা অনুযায়ী, দোকান থেকে যারা আইসক্রিম চুরি করে তাদের বিষয়ে তথ্য দিলে পাঁচ হাজার ডলার পুরস্কার দেবেন তিনি।মার্কিন এক পত্রিকায় দেয়া সাক্ষাতকারে তিনি বলেন, চোরেরা বড় ধরনের দোকান থেকে আইসক্রিমের কার্টুন চুরি করে ছোট ছোট দোকান গুলোতে বিক্রি করে।পত্রিকাটি বলছে, পুলিশ এসব চোরদের বিষয়ে আড়াইশর মতো অভিযোগ পেয়েছে। এসব অভিযোগের ভিত্তিতে এখন পর্যন্ত ১৩০ চোরকে আটক করেছে পুলিশ।এতকিছু থাকতে কেন আইসক্রিম চোর ধরতে পুরস্কার ঘোষণা করলেন ক্যাটসিমাটিডিস। এই প্রশ্নের উত্তরে তিনি জানান, তিনি আসলে এই সব ছিচকে চোরেদের জ্বালায় খুব বিপাকে পড়েছেন। ম্যানহাটনের কাছে নিজের দোকানে আইসক্রিম চুরির ঘটনার বর্ণনা দিয়ে তিনি বলেন, এক পুরুষ ও এক নারী তার দোকান থেকে ৬০টি কাপ আইসক্রিম ব্যাগে ভরে দোকান থেকে দৌঁড়ে পালিয়েছিল। এভাবে চুরি চলতে থাকলে ব্যবসা লাটে উঠতে আর বেশি সময় লাগবে না। এই চোরেদের ওপর অতিষ্ট হয়েই পুরস্কার ঘোষণা করেছেন তিনি। টিটিএন/আরআইপি

Advertisement