আন্তর্জাতিক

জনসম্মুখে ফিদেল কাস্ত্রো

কিউবার সাবেক নেতা ফিদেল কাস্ত্রোর ৯০তম জন্মদিনের এক অনুষ্ঠানে তাকে জনসম্মুখে দেখা গেছে। সাম্প্রতিক বছরগুলোত তার জনসম্মুখে আসা খুবই বিরল ঘটনা। কেননা তিনি খুব একটা জনসম্মুখে আসেন না।হাভানার কার্ল মার্ক্স থিয়েটারের এক অনুষ্ঠানে তার ভাই প্রেসিডেন্ট রাউল কাস্ত্রো এবং কিউবার মিত্র দেশ ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সঙ্গে তাকে দেখা গেছে।গত এপ্রিলের পর এই প্রথম তাকে জনসম্মুখে দেখা গেল। খুব দুর্বল থাকায় অনুষ্ঠানের পুরো সময়টাই বসে ছিলেন তিনি।২০০৮ সালে ক্ষমতা থেকে সরে দাঁড়ান ফিদেল কাস্ত্রো। তিনি তার ভাই রাউল কাস্ত্রোর হাতে ক্ষমতা অর্পন করেন। সম্প্রতি সংবাদপত্রে লেখা এক কলামে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের হিরোশিমায় পারমাণবিক বোমা নিক্ষেপের জন্য ক্ষমা না চাওয়ায় ওবামার সমালোচনা করেন কাস্ত্রো। গত মে মাসে হিরোশিমা সফর করেছিলেন ওবামা।লাখ-লাখ মানুষকে হত্যার জন্য ক্ষমা চাওয়ার মত কোন শব্দ উচ্চারণ করেননি ওবামা। একারণে বারাক ওবামার সমালোচনা করে  কাস্ত্রো বলেন, আমরা চাইনা যে তাদের সম্রাজ্য আমাদের কিছু দিক।হাভানার অনুষ্ঠানে ফিদেল কাস্ত্রোর জীবনের নানা গুরুত্বপূর্ণ ঘটনার দিকে আলোকপাত করা হয়। এর মধ্যে অন্যতম ছিল ১৯৬১ সালের সিআইএ সমর্থিত বে অফ পিগস দখল প্রচেষ্টা।ফিদেল কাস্ত্রোর জন্মদিন উপলক্ষে হাভানার রাস্তায় জমকালো উৎসবের আয়োজন করা হয়। মধ্যরাতের পর শহরের রাস্তায় আতশবাজি ফোটানো হয়।ফিদেল কাস্ত্রো প্রকাশ্য কর্মকাণ্ড থেকে প্রায় অবসর নিয়ে ফেলেছেন এবং কিউবার রাজনৈতিক বিষয়েও তিনি এখন খুব একটা প্রভাব ফেলছেন না। বলা যায়, সবকিছু থেকেই অবসর নিয়েছেন এই মহান বিপ্লবী নেতা।টিটিএন/এমএস

Advertisement