খেলাধুলা

সোনা জিতেই অলিম্পিককে ফেলপসের বিদায়

নিজের প্রিয় ইভেন্ট ১০০ মিটার ব্যাকস্ট্রোকের হতাশা কাটিয়ে পুলে নেমে ক্যারিয়ের ২৩তম সোনা জিতলেন মাইকেল ফেলপস। ছেলেদের ৪*১০০ মিটার মিডলে রিলেতে সোনা জিতেছে ফেলপসের যুক্তরাষ্ট্র দল। আর সোনা জিতেই অলিম্পিককে বিদায় জানালেন এই জল দানব। রোববার বাংলাদেশ সময় সকালে ৪*১০০ মিটার মিডলে রিলের দ্বিতীয় লেগ শেষে এগিয়ে ছিল যুক্তরাজ্য দল। তৃতীয় লেগে ঝাঁপিয়ে বাটারফ্লাইয়ে যুক্তরাষ্ট্রকে লিড এনে দেন ফেলপস। শেষ লেগ ফ্রিস্টাইলে তা ধরে রেখে ফেলপসের গলায় স্বর্ণ দিয়েই কিংবদন্তিকে বিদায় জানান ন্যাথান অ্যাড্রিয়ান।৩১ বছর বয়সী ফেলপসের রিও অলিম্পিকে দুটি ব্যক্তিগত ও তিনটি দলীয় সোনা জেতা হয়েছে। লন্ডনে গত অলিম্পিকেও চারটি সোনার পদক গলায় ঝুলিয়েছিলেন তিনি। এর আগে ২০০৪ সালে এথেন্সে ৬টি আর বেইজিংয়ে আটটি সোনা জেতেন সর্বকালের সেরা এই অলিম্পিয়ান।রিও অলিম্পিকে নিজের প্রথম সোনা ফেলপস পেয়েছিলেন গেমসের দ্বিতীয় দিনে সতীর্থদের সঙ্গে ৪*১০০ মিটার ফ্রিস্টাইল রিলেতে। ২০০ মিটার বাটারফ্লাইয়ের সোনার পদকটা গলায় ঝুলিয়েই আবার সুইমিংপুলে নেমে জেতেন ৪*২০০ মিটার ফ্রিস্টাইল রিলের সোনা। ২০০ মিটার ব্যক্তিগত মিডলেতে সোনা জিতে টানা চার আসরে কোনো ব্যক্তিগত ইভেন্টে চ্যাম্পিয়ন হওয়ার অনন্য নজির গড়েছিলেন ফেলপস। তবে ১০০ মিটার বাটারফ্লাইয়ে সিঙ্গাপুরের জোসেফ স্কুলিংয়ের কাছে হেরে রুপা জেতেন। আর সাঁতারের শেষ দিন ৪*১০০ মিটার মিডলে রিলে জেতায় সোনার পদক নিয়েই ক্যারিয়ার শেষ করলেন ফেলপস। ক্যারিয়ারের শেষপ্রান্তে এসে ৩১ বছর বয়সী ফেলপসের ঝুলিতে এখন অলিম্পিকের ২৩টি সোনা, ৩টি রুপা ও ২টি ব্রোঞ্জ নিয়ে মোট ২৮টি পদক!এমআর/এমএস

Advertisement