জাতীয়

নিউইয়র্কে গুলিতে ইমামসহ দুই বাংলাদেশি নিহত

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের কুইন্স এলাকায় একটি মসজিদের ইমামসহ দুই বাংলাদেশিকে গুলি করে হত্যা করেছে অজ্ঞাত সন্ত্রাসীরা। নামায শেষে বাড়িতে ফিরছিলেন তারা। খবর বিবিসির।স্থানীয় সময় শনিবার (১৩ আগস্ট) দুপুর ১টা ৫০ মিনিটে ওই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত আলাউদ্দিন আকনজি ওজোন পার্কের আল ফারুক মসজিদের ইমাম। জোহরের নামাজ শেষে বাসায় ফেরার পথে দুর্বৃত্তদের হাতে গুলিবিদ্ধ হন ইমাম ও তার সহযোগী।ওই হত্যাকাণ্ডের ঘটনায় বিক্ষোভ করেছে নিউইয়র্কে বসবাসকারী বাংলাদেশীরা।৫৫ বছর বয়সী মাওলানা আলাউদ্দিন আকনজি দুই বছর আগে বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে যান। সেখানে স্থানীয় একটি মসজিদের ইমামতি করতেন তিনি।স্থানীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, তারা মিয়া নামের ৬৪ বছর বয়সী নিহত অপর বাংলাদেশিও ঐ মসজিদে তার সহকারী ছিলেন।পুলিশ জানিয়েছে, কুইন্সের আল ফুরকান জামে মসজিদ থেকে যোহরের নামায শেষে বাড়ি ফিরছিলেন ওই দুই বাংলাদেশি।প্রত্যক্ষদর্শীরা জানান, তারা ওই দুই বাংলাদেশিকে গুলি করার পর এক ব্যক্তিকে বন্দুক হাতে পালিয়ে যেতে দেখেছেন। গুলিবিদ্ধ হয়ে ইমাম আলাউদ্দিন আকনজি ঘটনাস্থলেই মারা যান এবং অপরজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।পুলিশ বলছে, ধর্মীয় বিশ্বাসের কারণে তাদেরকে হত্যা করা হয়েছে এমন কোন ইঙ্গিত তারা পাননি। তবে এই হত্যাকাণ্ডের ঘটনায় এখনো পর্যন্ত কাউকে আটক করেনি পুলিশ। প্রাথমিকভাবে ওই হত্যাকাণ্ডের বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি। তবে স্থানীয় মুসলিমরা ঘটনাস্থলে জড়ো হয়ে বিক্ষোভ করেছেন এবং ধর্মীয় ঘৃণা থেকেই এই হত্যাকাণ্ড হয়েছে বলে তারা দাবি করছেন। ওই হত্যাকাণ্ডের পর মিল্লাত উদ্দিন নামের এক ব্যক্তি বলেন, এ ঘটনার পর নিজেকে তার অনিরাপদ বলে মনে হচ্ছে। এটি তাদের চলাফেরার জন্য হুমকি তৈরি করছে বলেও মনে করেন তিনি।আরএস/টিটিএন/এমএস

Advertisement