সংসদের বৈঠক আগামীকাল ২০ জানুয়ারি মঙ্গলবার বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত মুলতবি করা হয়েছে। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এ মুলতবি ঘোষণা করেন।এরআগে দশম জাতীয় সংসদের ৫ম অধিবেশন সোমবার বিকাল সোয়া ৪টায় স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশন শুরু হয়। শীতকালীন অধিবেশনের পাশাপাশি নতুন বছরের অর্থাৎ ২০১৫ সালের এটিই প্রথম অধিবেশন।দশম জাতীয় সংসদের ৫ম এই অধিবেশনে মহামান্য রাষ্ট্রপতি সংবিধানের ৭৩ অনুচ্ছেদ অনুযায়ী ভাষণ রাখেন। রাষ্ট্রপতি তাঁর ভাষণে সরকারে বিভিন্ন সাফল্য তুলে ধরে আগামী কর্মপরিকল্পনার প্রশংসা করেন।এছাড়া দশম জাতীয় সংসদে পঞ্চম অধিবেশনের জন্য পাঁচ সদস্যের সভাপতিমণ্ডলীর মনোনয়ন দেয়া হয়েছে। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এ মনোনয়ন প্রদান করেন।সভাপতিমণ্ডলীর সদস্যরা হলেন- আবুল কালাম আজাদ, হাবিবুর রহমান মোল্লা, মাহমুদুস সামাদ চৌধুরী, ফখরুল ইমাম ও বেগম পিনু খান।স্পিকার এবং ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে সভাপতিমণ্ডলীর সদস্যগণ নামের অগ্রবর্তীতা অনুযায়ী সংসদের বৈঠকে সভাপতিত্ব করবেন।আরএস
Advertisement