জাতীয়

সংসদ অধিবেশনে শোক প্রস্তাব গ্রহণ

সংসদে কয়েকজন সাবেক সাংসদসহ বিশিষ্ট ব্যক্তিবর্গের মৃত্যুতে সর্বসম্মতিক্রমে শোক প্রস্তাব গ্রহণ করা হয়েছে। সোমবার সংসদ অধিবেশনে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এ শোক প্রস্তাব উত্থাপন করেন।যাদের নামে শোক প্রস্তাব গ্রহণ করা হয়েছে তারা হলেন- সাবেক সংসদ সদস্য আলহাজ ফজলুল করিম, সরদার আমজাদ হোসেন, জামাল উদ্দিন আহমেদ ও প্রফুল­ কুমার শীল।এছাড়া বিশিষ্ট ব্যক্তিবর্গের মধ্যে রয়েছেন- সাবেক প্রধান বিচারপতি মোস্তফা কামাল, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা আনোয়ারুল ইকবাল, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যা মামলার ঐতিহাসিক রায় প্রদানকারী বিচারক কাজী গোলাম রসুল, খ্যাতিসম্পন্ন জেনোম বিজ্ঞানী অধ্যাপক মাকসুদুল আলম, মহান মুক্তিযুদ্ধে প্রেরণাদানকারী বহু কালজয়ী গানের স্রষ্টা গোবিন্দ হালদার, বিশিষ্ট চিত্রশিল্পী কাইয়ুম চৌধুরী, বিশিষ্ট সাংবাদিক ও আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ জগলুল আহমেদ চৌধুরী, মঞ্চ, টিভি ও চলচ্চিত্রের শক্তিমান অভিনয়শিল্পী খলিল উল্লাহ খান, চলচ্চিত্র পরিচালক চাষী নজরুল ইসলাম এবং শিশুসাহিত্যিক এখলাসউদ্দিন আহমেদ।পাশাপাশি দেশ ও বিদেশের বিভিন্ন স্থানে দুর্ঘটনায় প্রাণহানিতে গভীর শোক প্রকাশ করা হয়। শোক প্রস্তাবে মৃত্যুবরণকারীদের আত্মার মাগফেরাত ও শান্তি কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।পরে মৃত্যুবরণকারীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন ও তাদের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন তরিকত ফেডারেশনের সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী।এর আগে সোমবার বিকাল সোয়া ৪টায় স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে দশম জাতীয় সংসদের ৫ম অধিবেশন শুরু হয়। গত ৩১ ডিসেম্বর রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে এ অধিবেশনের আহবান করেন। শীতকালীন অধিবেশনের পাশাপাশি নতুন বছরের অর্থাৎ ২০১৫ সালের এটিই প্রথম অধিবেশন।আরএস

Advertisement