খেলাধুলা

ক্রিকেটে ফিরতে পেরে আনন্দিত আশরাফুল

অপেক্ষার পালা শেষ। আজ থেকে আশরাফুল আর ‘নিষিদ্ধ’ ক্রিকেটার নন। তিন বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে তিনি মুক্ত, ফিরছেন ক্রিকেটে। আবারো ক্রিকেটে ফিরতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করছেন বাংলাদেশের সাবেক এই অধিনায়ক। শনিবার সকালে লন্ডন থেকে দেশে ফিরে টেলিফোনে জাগো নিউজের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘নিষেধাজ্ঞা কাটিয়ে আবারো ক্রিকেটে ফিরতে পেরে আমি আনন্দিত, সেই সঙ্গে কৃতজ্ঞ বিসিবি ও দেশের মানুষের প্রতি। আমার ভুলের কথা মাথায় আছে। এবার সকলের প্রতি আমার দায় পরিশোধের পালা।’  তিনি আরও বলেন, ‘দেশের হয়ে আমার কিছু সেরা ইনিংস আছে। তবে আমি মনে করি আমার এখনও সেরাটা দেওয়ার বাকি। আর আমি সেরাটা দিয়েই সবার মন জয় করতে চাই।’এদিকে ঘরোয়া ক্রিকেটে ফিরলেও এখনই জাতীয় দলে ফেরা হচ্ছে না আশরাফুলের। জাতীয় দলে ফেরা নিয়ে আশরাফুল বলেন, আমি জানি এবং মানি- আমাকে লড়াই করেই জাতীয় দলে জায়গা পেতে হবে। সেভাবেই নিজেকে তৈরি করছি। শারীরিক ও ক্রিকেটীয় প্রস্তুতির পাশাপাশি তাই মানসিক দৃঢ়তা বাড়ানোর প্রাণপণ চেষ্টাও চালিয়ে যাচ্ছি।’ অপেক্ষা যে করতে হবে সেটাও জানেন বাংলাদেশ দলের সাবেক এই অধিনায়ক। তিনি বলেন, ‘আমি জানি, নিষেধাজ্ঞা উঠে গেলেও আমাকে কোন বড় আসরে অংশ নিতে খানিক অপেক্ষা করতে হবে এবং লড়াই করেই জায়গা নিতে হবে। সে মানসিক পস্তুতি আছে আমার। নিজেকে সেভাবেই তৈরি করছি।’ দেশ ও বিশ্বনন্দিত আশরাফুল ম্যাচ ফিক্সিংয়ে জড়িয়ে এবং অর্থের বিনিময়ে পাতানো খেলায় অংশ নেয়ার কথা স্বীকার করে হয়েছিলেন নিন্দিত। এবার নন্দিত-নিন্দিত আশরাফুলের সামনে আবারো নিজেকে ফিরে পাওয়ার পরীক্ষা। সে অগ্নিপরীক্ষায় কি উত্তীর্ণ হতে পারবেন? সময়ই তা বলে দেবে।এমআর/এমএস

Advertisement