বিএনপির হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে হলে দলটিকে তারেক ও জামায়াত মুক্ত হতে হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। সোমবার স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সামনে ২০ দলীয় জোটের ডাকা অবরোধের প্রতিবাদে আয়োজিত মানববন্ধনে তিনি এ কথা বলেন।বিএনপির ১৯৯১-৯৬ শাসনামল ভালো ছিলো উল্লেখ করে হানিফ বলেন, যখনই দলটির রাজনীতিতে তারেক রহমান দণ্ডমুণ্ডের হর্তাকর্তা হিসেবে আবির্ভূত হন তখনই দলটির অধঃপতন শুরু হয় এবং দলটি সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে। তাই তিনি বিএনপিকে পরামর্শ দেন, তাদের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে হলে দলটিকে তারেক ও জামায়াত মুক্ত হতে হবে।বিএনপি যদি অবরোধ প্রত্যাহার করে তাহলে তাদের শান্তিপূর্ণ সমাবেশের সুযোগ দেয়া হবে জানিয়ে হানিফ বলেন, বিএনপি যদি অবরোধের নামে নাশকতা বন্ধ না করে তাহলে দলটির শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দকে হুকুমের আসামি করা হবে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।এদিকে সোমবার দুপুরে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেছেন, জনগণ চাইলে খালেদা জিয়াকে গ্রেফতার করা হবে।তিনি বলেন, খালেদা জিয়াকে আরও আগেই গ্রেফতার করার প্রয়োজন ছিল। যেহেতু তার নির্দেশেই সহিংসতা হচ্ছে, সেহেতু জনগণ চাইলে তাকে গ্রেফতার করা হবে।আরএস
Advertisement