রিও অলিম্পিকে এখনও পর্যন্ত একটি পদকও জিততে পারেননি ভারত। অন্ধকারে থাকা ভারতকে আলো দেখাতে পারবেন কি সানিয়া মির্জা? স্বপ্নের আসরের শুরুতেই বাজিমাত করলেন ২৯ বছর বয়সী এই ললনা। বোপান্নাকে সঙ্গে নিয়ে অলিম্পকের টেনিস ইভেন্টের মিক্সড ডাবলসের কোয়ার্টার ফাইনালে উঠেছেন তিনি।নিজেদের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার স্যাম স্টোসার ও জনাথস পারস জুটিতে সরাসরি সেটে হারিয়ে দিয়েছে সানিয়া-বোপান্না জুটি। ভারতীয় এই জুটি ম্যাচটি জিতে নিয়েছে ৭-৫, ৬-৪ গেমে।ম্যাচ শেষে উচ্ছ্বসিত সানিয়া মির্জা বলেন, ‘ব্যক্তিগতভাবে আমি মনে করি, অলিম্পকে একটি পদক জিততে পারাটা দারুণ হবে। এটা এখনো পর্যন্ত জিততে পারিনি। তাই অলিম্পকে পদক জেতাটা আমার কাছে বিশ্বজয় করার মতোই লাগে। নিজেদের সেরাটা ঢেলে দেব। সামনে এগিয়ে যেতে চাই দুর্দান্ত গতিতেই।’এনইউ/এমএস
Advertisement