দেশজুড়ে

যুবলীগ নেতা হত্যা মামলায় আ.লীগ নেতা গ্রেফতার

যুবলীগ নেতা ইলিয়াছ হোসেন লিটন পন্ডিত হত্যা মামলায় পিরোজপুর জেলার মঠবাড়িয়া পৌরসভা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি সাবেক ওয়ার্ড কাউন্সিলর হেমায়েত উদ্দিনকে ঢাকার মিরপুর থেকে গ্রেফতার করেছে পুলিশ। মিরপুর থানা পুলিশের সহায়তায় বৃহস্পতিবার তাকে গ্রেফতার করে শুক্রবার বিকেলে মঠবাড়িয়া থানায় আনা হয়। গ্রেফতারকৃত হেমায়েত উদ্দিন পৌরসভার কাছিচিড়া গ্রামের মৃত আব্দুস ছত্তার মুন্সির ছেলে। হেমায়েত উদ্দিন যুবলীগ নেতা ইলিয়াছ হোসেন লিটন পন্ডিত হত্যা মামলার ৬ নম্বর আসামি বলে মামলার তদন্তকারী কর্মকর্তা মঠবাড়িয়া থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মাহবুবুর রহমান নিশ্চিত করেছেন। মঠবাড়িয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, লিটন পন্ডিত হত্যা মামলার এজাহারভুক্ত আসামি হেমায়েত উদ্দিনকে শুক্রবার মঠবাড়িয়া থানায় আনা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে। এর আগে একই মামলায় পুলিশ পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নাফিজ উদ্দিন আহম্মদ ফরিদ ও নাসির উদ্দিন জমাদ্দারকে গ্রেফতার করেছে। উল্লেখ্য, গত ২৫ জুলাই মঠবাড়িয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে যুবলীগ নেতা ইলিয়াছ হোসেন লিটন পন্ডিত গুলিবিদ্ধ হয়ে নিহত হন। এ মামলায় মঠবাড়িয়া পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিউদ্দিন আহমদ ফেরদৌস ১ নম্বর আসামি। হাসান মামুন/এএম/পিআর

Advertisement