আন্তর্জাতিক

ট্রাম্পের তহবিল বন্ধে রিপাবলিকানদের আহ্বান

যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের প্রচারণায় তহবি বন্ধের আহ্বান জানিয়েছেন দলটির বেশ কয়েকজন নেতা। সম্প্রতি এক চিঠিতে রিপাবলিকান দলের ৭০ নেতা জাতীয় কমিটির কাছে ট্রাম্পের তহবিলে অর্থ সহায়তা বন্ধের আহ্বান জানান। ওই চিঠিতে রিপাবলিকান নেতারা বলেছেন, তাদের বিশ্বাস ডোনাল্ড ট্রাম্পের বেপরোয়া ও সহিংস মনোভাব, অদক্ষতা, অনভিজ্ঞতা এবং মানুষের প্রতি তার বিরূপ মন্তব্য ও আচরণের কারণে আসন্ন নভেম্বরের নির্বাচনে রিপাবলিকান দলকে হারিয়ে ডেমোক্রেট দল বিপুল ভোটে জয়ী হবে। এ কারণে ট্রাম্পের বিষয়ে নতুন করে ভাবা দরকার বলে মনে করেন দলের নেতারা।ট্রাম্পের কারণে নভেম্বরের নির্বাচনে রিপাবলিকান দলের ভরাডুবির আশঙ্কা তৈরি হয়েছে। তার পরিবর্তে সিনেট এবং হাউস অব রিপ্রেজেনটিভ নির্বাচনে গুরুত্বপূর্ণ প্রার্থীদের বিষয়ে দলের নজর দেওয়া উচিত।রিপাবলিকান নেতাদের স্বাক্ষরিত ওই চিঠিতে কংগ্রেসের বেশ কয়েকজন সাবেক রিপাবলিকান সদস্যও স্বাক্ষর করেছেন। এদিকে, ডোনাল্ড ট্রাম্পের প্রচারে তহবিল বন্ধের হুমকি দিয়েছেন রিপাবলিকান দলের জাতীয় কমিটির চেয়ারম্যান রেইন্স প্রিবাস। তিনি কংগ্রেস নির্বাচনের প্রচারণায় গুরুত্ব দেওয়ার পক্ষপাতী। সাম্প্রতিক সময়ে বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে বিরূপ মন্তব্য করায় নিজের দলেই জনপ্রিয়তা হারিয়েছেন ট্রাম্প। শুধু তাই নয় তাকে নিয়ে বেশ হতাশ রিপাবলিকান নেতারা। টিটিএন/এমএস

Advertisement