অর্থনীতি

ন্যাশনাল ফিডের মুনাফা বেড়েছে ১২.৪৮ শতাংশ

পুঁজিবাজারে তালিকাভুক্ত ন্যাশনাল ফিড মিলস লিমিটেডের তৃতীয় প্রান্তিকে  মুনাফা এবং আয় আগের বছর একই সময় তুলনায় বেড়েছে ১২ দশমিক ৪৮ শতাংশ।কোম্পানিটি ৩০ সেপ্টেম্বর ২০১৪ (জুলাই-সেপ্টেম্বর’১৪) তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।জানা গেছে, তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির কর পরবর্তী মুনাফা হয়েছে ২ কোটি ২২ লাখ ৬০ হাজার টাকা, যা আগের বছর একই সময়ে হয়েছিলো ১ কোটি ৯৪ লাখ ৮০ হাজার টাকা। অর্থ্যাৎ তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির মুনাফা বেড়েছে ২৭ লাখ ৮০ হাজার বা ১২ দশমিক ৪৮ শতাংশ।অলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে শূন্য দশমিক ৫৬ টাকা, যা আগের বছর একই সময়ে হয়েছিলো শূন্য দশমিক ৪৯ টাকা। কোম্পানির শেয়ারপ্রতি আয় ওয়েটেড এভারেজ আইপিও-পূর্ববর্তী পরিশোধিত শেয়ারের ওপর ভিত্তি করে হিসাব করা হয়েছে যা ২০১৩ এবং ২০১৪ উভয় সালে ছিল ৪০,০০০,০০০ সংখ্যক শেয়ার। অবশ্য, ৩০ সেপ্টেম্বর ২০১৪ তারিখে সমাপ্ত ৩ মাস সময়ের জন্য আইপিও-পরবর্তী ৫৮,০০০,০০০ সংখ্যক শেয়ারের ওপর ভিত্তি করে বেসিক ইপিএস হবে শূন্য দশমিক ৩৮ টাকা।এদিকে জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত নয় মাসে কোম্পারির কর পরবর্তী মুনাফা হয়েছে ৫ কোটি ৯৫ লাখ ১০ হাজর টাকা, যা আগের বছর একই সময়ে হয়েছিলো ৫ কোটি ৭২ লাখ ২০ হাজার টাকা। আর নয় মাসে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ দশমিক ৪৯ টাকা, যা আগের বছর একই সময়ে হয়েছিলো ১ দশমিক ৪৩ টাকা।উল্লেখ্য, কোম্পানির শেয়ারপ্রতি আয় ওয়েটেড এভারেজ আইপিও-পূর্ববর্তী পরিশোধিত শেয়ারের ওপর ভিত্তি করে হিসাব করা হয়েছে যা ২০১৩ এবং ২০১৪ উভয় সালে ছিল ৪০,০০০,০০০ সংখ্যক শেয়ার। অপরদিকে, ৩০ সেপ্টেম্বর ২০১৪ তারিখে (জানুয়ারি ০১, ২০১৪ থেকে ৩০ সেপ্টেম্বর ২০১৪) আইপিও-পরবর্তী ৫৮,০০০,০০০ সংখ্যক শেয়ারের ওপর ভিত্তি করে শেয়ারপ্রতি আয় ১ দশমিক শূন্য ৩ টাকা এবং ৩০ সেপ্টেম্বর ২০১৪ তারিখে শেয়ারপ্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) হবে ১৪ দশমিক ১৬ টাকা।এসআই/এআরএস 

Advertisement