খেলাধুলা

মাশরাফির বিশ্বাস, মোস্তাফিজ বিশ্বকাপ জিতবে

বাড়িওয়ালা তার বাড়ির খবর ভালো জানেন, এমন একটা কথা প্রচলিত আছে। প্রায় ষোলোটি বছর বাংলাদেশ জাতীয় দলে খেলা মাশরাফি বিন মুর্তজাও বেশ ভালোই জানেন টাইগারদের হাঁড়ির খবর। তা ছাড়া যার হাত ধরে বদলে গেছে বাংলাদেশ ক্রিকেট দল- সেই মাশরাফির বিশ্বাস, মোস্তাফিজুর রহমান একদিন ক্রিকেট বিশ্বকাপ জিতবেন।২০ বছর বয়সে নিজেকে দারুণভাবে মেলে ধরেছেন মোস্তাফিজ। প্রতিপক্ষের আতঙ্কের নাম তিনি। বিশ্বের সব ব্যাটসম্যানই তার বল খেলে থাকেন অতি সাবধানেই। কাটার-স্লোয়ার-ইয়র্কারের সংমিশ্রণে এমন অস্ত্র নিয়ে হাজির হন মাঠে, যা নিয়ে আগে গবেষণা করতে হয় প্রতিপক্ষ দলকে। পরীক্ষার রাতে যেমন না পড়লে ভালো ফল পাওয়া কঠিন, তেমনি মোস্তাফিজের বিপক্ষেও খেলতে নামার আগে চর্চা করে না নামলে বিপদ! মোস্তাফিজের মাঝে ওয়াকার ইউনিস, ওয়াসিম আকরাম, গ্লেন ম্যাকগ্রা, ম্যালকম মার্শালের মতো গ্রেট বোলাদের ছায়া দেখছেন মাশারাফি। সেজন্য কাটার মাস্টারকে যত্ন নেয়ার ব্যাপারে পরামর্শ দেন বাংলাদেশ দলের ওয়েনডে ও টি-টোয়েন্টি দলের অধিনায়ক। ভবিষ্যতে বিদেশি লিগ খেলতে মোস্তাফিজকে আরেকটু ভেবেচিন্তে সিদ্ধান্ত নেয়ারও পরামর্শ দিলেন মাশরাফি। বলেন, ‘আমি আগে থেকেই বলছি, মোস্তাফিজকে ঠিক করতে হবে কোনটা খেলবে, কোনটা নয়। বেশি খেলে ফেলেছে মানে কিন্তু কাউকে দোষ দিচ্ছি না। ব্যপারটা হলো, ওর মতো একটা সম্পদ পাওয়া খুব বিরল। ওর ভেতর এই সামর্থ্য আছে যে আমাদের সবচেয়ে বড় টুর্নামেন্ট জেতাতে পারে। ক্রিকেট জাতি হিসেবে আমরা ভাগ্যবান যে ওর মতো একজন পেয়েছি।’বাংলােদেশ জাতীয় দলের হয়েই গ্রেট হবেন মোস্তাফিজ, যেমনটা হয়েছিলেন ওয়াসিম-ম্যাকগ্রারা। মাশরাফির ভাষায়, ‘ওয়াসিম আকরাম কাউন্টিতে দারুণ করেছে, কিন্তু তিনি গ্রেট হয়েছে পাকিস্তানের হয়ে খেলে। ওয়াকার বা ম্যাকগ্রা বা ম্যালকম মার্শাল, সবাই দেশের হয়ে খেলেই গ্রেট। মোস্তাফিজকেও গ্রেট হতে হলে বাংলাদেশের হয়ে খেলেই হতে হবে। আমি সেটাই চাই। ওয়াসিম দেশকে বিশ্বকাপ জিতিয়েছে, ম্যাকগ্রা জিতিয়েছে, ব্রেট লি জিতিয়েছে, মোস্তাফিজও দেশকে বিশ্বকাপ এনে দেবে। ওর ভেতরে গ্রেটনেসের উপাদান আছে। আমাদের দল এখন অনেক ভালো, অনেক ভালো ক্রিকেটার আছে। সঙ্গে মোস্তাফিজ থাকলে সবই সম্ভব।’ইংলিশ কাউন্টি খেলতে গিয়ে কাঁধের পুরোনো ইনজুরিতে নতুন করে ব্যথা পেয়েছেন মোস্তাফিজ। বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত ১০টায় তার কাঁধে সফল অস্ত্রোপচার হয়েছে। মাঠে ফিরতে তিন থেকে পাঁচ মাস সময় লাগতে পারে। আসন্ন ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে খেলতে পারছেন না মোস্তাফিজ, এটা নিশ্চিত করে বলা যায়। ওই সিরিজে কাটার বয়সে মিস করবেন মাশরাফি। বলেন,  ‘অনেক মিস করব। ওর মতো বোলারকে একটা সিরিজও না পাওয়াটা দুর্ভাগ্যজনকই। ম্যাচের কিছু মুহূর্ত আসে যখন শোয়েব আখতার, ব্রেট লি এলেও আমার লাভ নাই। আমার দরকার মোস্তাফিজকে। ওকে নিয়ে আমি এতটাই নিশ্চিত থাকি। মিস তো করবই।’এনইউ/এমএস

Advertisement