পর্তুগালের সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদোর জন্মস্থান মাদেইরার রাজধানী ফুনচালে। বুধবার দাবানলে অঙ্গার হলো সেই মাদেইরা। আগুনে পুড়ে মারা গেছেন তিনজন। বসে নেই রোনালদোও। ক্ষতিগ্রস্ত এলাকাবাসীর জন্য অর্থ দান করলেন রিয়াল মাদ্রিদের প্রাণভোমরা। তার অর্থ দানের বিষয়টি নিশ্চিত করেছেন প্রেসিডেন্ট মিগুয়েল আলবুকুয়ের্ক।বুবধার হঠাৎ করে দাবানল ছড়িয়ে পড়ে মাদেইরার বিভিন্ন অংশে। কিছু বুঝে ওঠার আগেই পার্শ্ববর্তী এলাকায় ছেয়ে যায় তা। অনেক এলাকায় ক্ষতি হয়েছে। পুড়ে গেছে ঘরবাড়ি। এ সময়ে তিনজন নিজেদের দাবানল থেকে রক্ষা করতে পারেননি। আগুনে পুড়ে জীবন চলে গেছে তাদের। পর্তুগালের উত্তরাঞ্চলে অবস্থিত মাদেইরার দাবানল বেশ কষ্ট দিয়েছে রোনালদোকে। নিজের ফেসবুক পেজে লিখেছেন এভাবে, ‘আমার হৃদয়ে আঘাত পেয়েছি। মাদেইরা ও আমার দেশের অন্য এলাকায় যা ঘটেছে, তা আমাকে ব্যথিত করেছে। ধন্যবাদ জানাই ওই সব অগ্নি নির্বাপকদের, যারা জীবন বাজি রেখে উদ্ধার কাজ করেছেন, অনেকের জীবন বাঁচিয়েছেন। আমি তাদের সঙ্গেই আছি।’এনইউ/এমএস
Advertisement