জাতীয়

বায়তুল মোকাররমে ঈদের প্রথম ও দ্বিতীয় জামাত অনুষ্ঠিত

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে পবিত্র ঈদ উল ফিতরের প্রথম ও দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হয়েছে। সকাল ৭টায় প্রথম এবং ৮টায় দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হয়। প্রথম জামাতে ইমামতি করেন বায়তুল মোকাররমের পেশ ইমাম হাফেজ মাওলানা মুফতি মুহিবুল্লাহ নদভী এবং দ্বিতীয় জামাতে ইমামতি করেন হাফেজ মাওলানা মিজানুর রহমান।এদিকে প্রথম জামাতে শরিক হতে ফজরের নামাজের পর থেকেই বায়তুল মোকাররমে আসতে থাকেন ধর্মপ্রাণ মুসল্লিরা। দূর দূরান্ত থেকে ছোট বড় এবং শিশুরাও পাঞ্জাবী পায়জামা পড়ে ঈদের জামাতে শরিক হতে ছুটে আসেন বায়তুল মোকাররমে। নির্ধারিত সময়ের আগেই বায়তুল মোকাররম মসজিদ কানায় কানায় ভরে যায়। নামাজের কাতার মসজিদের বাইরে গিয়ে পৌছে।প্রথম জামাতের মোনাজাতের মাধ্যমে শেষ হওয়ার পরপরই গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়। বৃষ্টি উপক্ষো করেই মুসল্লিরা জমায়েত হন জাতীয় মসজিদে।প্রথম দফায় ঈদ জামাত শেষে বিশ্ব মুসলিমের ঐক্য, সৌহার্দ্য ও সুখ-সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।এ সময় নিজ গুনাহ মাফ এবং আগামী দিনের রোজার শিক্ষা নিয়ে ইসলামের পথে চলার জন্য মহান স্রষ্টার কাছে প্রার্থনা করা হয়। মোনাজাতে হাজার হাজার মুসল্লির আমিন আমিন ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে।অনেকেই এ সময় কান্নায় ভেঙ্গে পড়েন।জাতীয় মসজিদে পাঁচ দফা ঈদের জামাত অনুষ্ঠিত হবে। তৃতীয় জামাত সকাল ৯টা, চতুর্থ ১০টা এবং পঞ্চম দফা বেলা ১১টায় অনুষ্ঠিত হবে। তৃতীয় জামাতে মুফতি মাওলানা ওয়ালীয়ুর রহমান, চতুর্থ জামাতে মাওলানা আব্দুল কাইয়ুম আল আযহারী এবং পঞ্চম ও শেষ জামাতে মাওলানা মুহম্মদ আব্দুর রব মিয়া আল বাগদাদী ইমামতি করবেন।এদিকে ভোর থেকেই বায়তুল মোকাররম ও আশে পাশের এলাকায় বিশেষ নিরাপত্তায় নিয়োজিত করা হয় পুলিশ, র‌্যাবসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের।

Advertisement