বলতে বলতে সময় চলে এলো। আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাতটায় (বাংলাদেশ সময়) মোস্তাফিজুর রহমানের কাঁধে অস্ত্রোপচার শুরু হওয়ার কথা রয়েছে। লন্ডনের ক্রমওয়েল হাসপাতালে কাটার মাস্টারের বাঁ কাঁধে অস্ত্রোপচার করবেন অভিজ্ঞ অর্থোপেডিক সার্জন অ্যান্ড্রু ওয়ালেস। এর জন্য মোস্তাফিজকে শুভকামনা জানিয়েছেন মাশরাফি-সাব্বির-সৌম্য-তাসকিনরা।বিকেল চারটার (বাংলাদেশ সময়) দিকে মোস্তাফিজকে ফোন করেছিলেন মাশরাফি বিন মুর্তজা। দূর থেকে ২০ বছর বয়সী পেসারকে অভয় বাণী শুনিয়েছেন টাইগার অধিনায়ক, যেমনটা নড়াইল এক্সপ্রেস তাকে শুনিয়ে থাকেন মাঠেও। মোস্তাফিজকে শুভকামনা জানিয়ে নিজের ফ্যান পেজে সৌম্য সরকার লিখেছেন, ‘তোমাকে শুভকামনা। আশা করি, শিগগির ফিরে আসবে তুমি।’ আরেক সতীর্থ তাসকিন আহমেদ লিখেছেন, ‘আশা করি, মুস্তাফিজ দ্রুতই ফিরে আসবে ইনশা আল্লাহ।’বাংলাদেশের ক্রিকেটে টি২০ স্পেশালিস্ট খ্যাত সাব্বির রহমান রুম্মান তার ফেসবুক পেজে লিখেছেন, ‘দ্রুতই সুস্থ হয়ে ফিরে আসবে মোস্তাফিজ, এমন শুভকামনাই রইল ‘চ্যাম্পিয়ন’ ফিজের জন্য। তুমি লাখো মানুষের অনুপ্রেরণা।’হাসপাতালে মোস্তাফিজের পাশে আছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন ও বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী। সবকিছু ঠিকঠাক থাকলে শুক্রবার হাসপাতাল ছাড়বেন মোস্তাফিজ। দেবাশীষ চৌধুরীর ভাষায়, ‘সব ঠিকঠাক থাকলে আগামী বুধবার মোস্তাফিজকে সঙ্গে নিয়েই দেশে ফেরার ইচ্ছা আছে আমাদের।’এনইউ/পিআর
Advertisement