খেলাধুলা

‘ভারতের বিপক্ষে সেই হার দুঃস্বপ্নের মতো’

গত টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে নাটকীয়ভাবে ম্যাচ হারে বাংলাদেশ। শেষ তিন বলে দুই রান তুলতে গিয়ে উল্টো তিন বলে তিনটি উইকেট হারিয়ে বসে তারা। সেই ম্যাচে শেষ বলটি মোকাবেলা করেছিলেন শুভাগত হোম। বলে ব্যাটে না করতে পারায় মোস্তাফিজের রানআউটে শেষ হয় টাইগারদের স্বপ্ন। সে ম্যাচের স্মৃতি এখনও পোড়ায় শুভাগতকে। তবে দুঃস্বপ্নের মতো সেই স্মৃতিকে কাটিয়ে নতুন করে ফিরতে চান এই অলরাউন্ডার।  বৃহস্পতিবার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে কন্ডিশনিং ক্যাম্পে অনুশীলন করেন শুভাগত হোম। অনুশীলন শেষে ভারতের বিপক্ষে ওই ম্যাচ প্রসঙ্গে তিনি বলেন, ‘টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচটা বড় বাজে অভিজ্ঞতা ছিল। অবশ্যই এটা দুঃস্বপ্নের মতো। তবে সেটা কাটিয়ে আমরা আবার নতুন করে শুরু করতে যাচ্ছি ইংল্যান্ডের সিরিজে। হয়তো আমরা আবার নিজেদের সঠিক পথে ফিরিয়ে আনতে পারবো।`ভারতের বিপক্ষে ওই ম্যাচে শুভাগত শেষ বলটি ব্যাটে বলে করতে পারলে হয়তো ভিন্নভাবে লেখা হতো ম্যাচটির ফল। অফস্ট্যাম্পের অনেক বাইরের বলটির নাগাল পাননি তিনি। ফলে বল চলে যায় উইকেটরক্ষক ধোনির হাতে। আর তিনি ছুটে মোস্তাফিজ পৌঁছার আগেই উইকেট ভাঙ্গেন। তাই এমন ম্যাচ হারার পরে স্বাভাবিকভাবেই খারাপ লেগেছে শুভাগতর, ‘অবশ্যই একটু তো খারাপ লাগারই কথা। আমি ছিলাম শেষ ব্যাটসম্যান। এই অবস্থায় ম্যাচটা হেরে যাওয়াতে বেশি খারাপ লেগেছিল।’ভারতের বিপক্ষের সেই ম্যাচটি ছিল টি-টোয়েন্টি। তবে আগামী ইংল্যান্ড সিরিজে খেলা হবে টেস্ট এবং ওয়ানডে। আর ওই ম্যাচের হারের জন্য বর্তমানে অতিরিক্ত চাপ নেই বলে জানান শুভাগত। সংস্করণ ভিন্ন থাকায় চাপমুক্ত হয়েই খেলবেন তিনি। নিজে কোনো চ্যালেঞ্জ নিয়ে মাঠে নামবেন কিনা? জানতে চাইলে বলেন, ‘না, সেটা আমি মনে করি না। সেটা ছিল টি-টোয়েন্টি ফরম্যাট। এখন টেস্ট, ওয়ানডে দুটো ফরম্যাটে খেলা।’আরটি/এনইউ/এমএস

Advertisement