চীনের মধ্যাঞ্চলের একটি রাসায়নিক কারখানায় বিস্ফোরণে অন্তত ২১ জন নিহত হয়েছে। বৃহস্পতিবার দেশটির হুবেই প্রদেশের ড্যাংইয়াং প্রদেশে এ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রাষ্ট্রীয় টেলিভিশন সিসিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ কেমিক্যাল প্লান্টে বিস্ফোরণের তথ্য নিশ্চিত করেছে। কর্তৃপক্ষ বলছে, প্লান্টের একটি পাইপে অত্যধিক চাপের কারণে ওই বিস্ফোরণ হয়েছে। স্থানীয় অপর একটি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, বিস্ফোরণে ২১ জন নিহত ও আরো পাঁচজন আহত হয়েছেন। আহতদের মধ্যে তিনজনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থলে অনুসন্ধান ও উদ্ধারকারী দলের সদস্যরা পৌঁছেছেন। এ ছাড়া ঘটনা তদন্তে একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে।এসআইএস/এমএস
Advertisement