আজকের আয়োজন

সাধারণ জ্ঞান : বাংলা সাহিত্যের ইতিহাস- ১ম পর্ব

বাংলা সাহিত্যের ইতিহাস হাজার বছরের। প্রাচীন কাল থেকেই বাংলা সাহিত্য উৎকর্ষতার সাথে এগিয়ে যাচ্ছে। তবে শুরুর দিকে যা সৃষ্টি হয়েছে, তা আজও স্মরণীয়। সেই স্মরণীয় বিষয় নিয়েই আজকের আয়োজনের ১ম পর্ব- ১. প্রশ্ন : বাংলা সাহিত্যের ইতিহাস প্রধানত কয়টি যুগে ভাগ করা?উত্তর : তিনটি। ২. প্রশ্ন : বাংলা সাহিত্যের ইতিহাসে যুগ তিনটি কী কী?উত্তর : প্রাচীন যুগ, মধ্যযুগ ও আধুনিক যুগ।৩. প্রশ্ন : ড. মুহাম্মদ শহীদুল্লাহর মতে প্রাচীন যুগের পরিধি কত সাল পর্যন্ত বিস্তৃৃত?উত্তর : ৬৫০-১২০০ সাল পর্যন্ত।৪. প্রশ্ন : মধ্যযুগের বাংলা ভাষার পরিধি কত সাল পর্যন্ত বিস্তৃৃত?উত্তর : ১২০১-১৮০০ সাল পর্যন্ত।৫. প্রশ্ন : আধুনিক বাংলা ভাষার পরিধি কত সাল থেকে শুরু হয়েছে?উত্তর : ১৮০১ সাল থেকে।৬. প্রশ্ন : আধুনিক যুগের প্রস্তুতিপর্ব কত সাল পর্যন্ত?উত্তর : ১৮০০-১৮৬০ সাল।৭. প্রশ্ন : আধুনিক যুগের বিকাশপর্ব কত সাল পর্যন্ত?উত্তর : ১৮৬০-১৯০০ সাল।৮. প্রশ্ন : বাংলা সাহিত্যে রবীন্দ্রপর্ব কত সাল পর্যন্ত?উত্তর : ১৯০০-১৯৩০ সাল।৯. প্রশ্ন : বাংলা সাহিত্যে রবীন্দ্রোত্তরপর্ব কত সাল পর্যন্ত?উত্তর : ১৯৩০-১৯৪৭ সাল।১০. প্রশ্ন : বাংলা সাহিত্যে বাংলাদেশপর্ব কবে থেকে শুরু?উত্তর : ১৯৪৭ সাল থেকে।১১. প্রশ্ন : বাংলা ভাষার উৎপত্তি কোন শতাব্দীতে? উত্তর : সপ্তম শতাব্দী।১২. প্রশ্ন : বাংলা গদ্যের ব্যাপক ব্যবহার শুরু হয় কখন থেকে?উত্তর : আধুনিক যুগে।১৩. প্রশ্ন : ড. মুহাম্মদ শহীদুল্লাহর মতে খ্রীষ্টপূর্ব কত পর্যন্ত বাংলা ভাষার অস্তিত্ব ছিল?উত্তর : পাঁচ হাজার বছর।১৪. প্রশ্ন : আর্য ভারতীয় গোষ্ঠীর প্রাচীনতম সাহিত্যিক ভাষার নাম কী?উত্তর : বৈদিক ও সংস্কৃত ভাষা।১৫. প্রশ্ন : বাংলা ভাষার মূল উৎস কোন ভাষা?উত্তর : বৈদিক ভাষা।১৬. প্রশ্ন : বৈদিক ভাষা থেকে বাংলা ভাষা পর্যন্ত বিবর্তনের প্রধান কয়টি ধারা?উত্তর : তিনটি ধারা। কী কী?১৭. প্রশ্ন : বিবর্তনের প্রধান তিনটি ধারা কী কী?উত্তর : প্রাচীন ভারতীয় আর্য, মধ্য ভারতীয় আর্য ও নব্য ভারতীয় আর্য।১৮. প্রশ্ন : কোন ভাষা বৈদিক ভাষা নামে স্বীকৃত?উত্তর : আর্যগণ যে ভাষায় বেদ-সংহিতা রচনা করেছেন।১৯. প্রশ্ন : কোন ব্যাকরণবিদের কাছে সংস্কৃত ভাষা চূড়ান্তভাবে বিধিবদ্ধ হয়?উত্তর : ব্যাকরণবিদ পাণিনির হাতে।২০. প্রশ্ন : সংস্কৃত ভাষা কত অব্দে চূড়ান্তভাবে বিধিবদ্ধ হয়?উত্তর : খ্রিষ্টপূর্ব ৪০০ অব্দের দিকে।এসইউ/এমএস

Advertisement