ফেরদৌসী প্রিয়ভাষিণী মুক্তিযোদ্ধা (বীরাঙ্গনা) হিসেবে স্বীকৃতি পেয়েছেন। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত গেজেট ইতিমধ্যে প্রকাশিত হয়েছে। বৃহস্পতিবার জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের সভায় এ তথ্য জানানো হয়। সভায় বলা হয়, ফেরদৌসী প্রিয়ভাষিণীর করা আবেদনের পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইন, ২০০২–এর ৭ (ঝ)–এর ধারা অনুসারে মুক্তিযোদ্ধা (বীরাঙ্গনা) হিসেবে স্বীকৃতি পেলেন প্রিয়ভাষিণী।এর আগে এই স্বীকৃতি পেতে ১২২ জন বীরাঙ্গনা আবেদন করেন। গত এপ্রিলে আবেদন করেন ফেরদৌসী প্রিয়ভাষিণী।একে/এবিএস
Advertisement