মজনু ও পাখির মধ্যে একসময় প্রেমের সম্পর্ক ছিলো। ভুল বোঝাবুঝির কারণে একদিন পাখি মজনুকে ছেড়ে মায়ের পছন্দের ছেলেকে জেদ করে বিয়ে করে ফেলে। দুঃখ পেয়ে মজনুও একজনকে বিয়ে করে বিবাগী হয়। এর মধ্যে দীর্ঘদিন কেটে যায়। মজনুর স্ত্রী মারা গেলে সে আবার গ্রামে ফিরে আসে এবং এসে জানতে পারে পাখিও বিয়ের পরপরই বিধবা হয়ে যায়। কিন্তু বিধবা হওয়ার পর থেকে পাখিকে গ্রামের সবাই অপয়া বলে তাড়িয়ে দেয়। অন্যদিকে মজনুর জন্য সবাই মেয়ে দেখতে ব্যস্ত হয়ে ওঠে। এই খবর পেয়ে বিষ খেয়ে আত্মহত্যা করতে চায় পাখি। মজনু তাকে হাসপাতালে নিয়ে সুস্থ করে তোলে এবং পাখি তার সম্পর্কে যে ভুল ধারণা নিয়ে ছিলো সেটা বুঝতে পারে। এমন গল্প নিয়ে নির্মিত হয়েছে নাটক ‘অতঃপর সধবা’। এহসান আহমেদের রচনা ও রাশেদ শামীমের পরিচালনায় এতে অভিনয় করেছেন ইন্তেখাব দিনার, উর্মিলাসহ আরও অনেকে। আগামীকাল শুক্রবার (১২ আগস্ট) সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হবে নাটকটি।এলএ/এইচআর/আরআইপি
Advertisement