বিনোদন

প্রয়াণ দিবসে তারেক মাসুদকে স্মরণ

চলচ্চিত্রের প্রিয়জন ছিলেন প্রয়াত চলচ্চিত্রকার তারেক মাসুদ। সিনেমার ফেরিওয়ালাও বলা হয় তাকে। সেলুলয়েডের ফিতায় তিনি আমৃত্যু বাজিয়েছেন মুক্তির গান, বলতে চেয়েছেন মানুষের কথা। নতুন ছবির শুটিং লোকেশন দেখতে গিয়ে পাঁচ বছর আগে সড়ক দুর্ঘটনার শিকার হয়ে পৃথিবী থেকে বিদায় নেন তিনি। আগামী ১৩ আগস্ট এই নন্দিত চলচ্চিত্রকারের ৫ম মৃত্যুবার্ষিকী। পাঁচ বছর আগের এই দিনে তার সঙ্গে আরো মৃত্যুবরণ করেন চলচ্চিত্রগ্রাহক মিশুক মুনীরসহ আরও তিনজন চলচ্চিত্রকর্মীকে। এই দিনটি বাংলাদেশের চলচ্চিত্র-সংস্কৃতিকে অপূরণীয় ক্ষতির সম্মুখীন করেছে। যে শূন্যস্থান পূরণ কোনোভাবেই সম্ভব নয়।ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব বাংলাদেশ (এফএফএসবি), বাংলাদেশ শিল্পকলা একাডেমি এবং প্রজন্ম ’৭১ যৌথভাবে তারেক মাসুদ ও মিশুক মুনীর স্মরণে চলচ্চিত্র প্রদর্শনী ও স্মরণ আলোচনার আয়োজন করেছে। আয়োজনটি আগামী ১৩ আগস্ট শনিবার বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় সংগীত ও নৃত্যকলা মিলনায়তনে অনুষ্ঠিত হবে।আয়োজনে থাকবে বিকাল ৪টা ৩০ মিনিটে তারেক মাসুদ নির্মিত চলচ্চিত্র ‘রানওয়ে’র প্রদর্শনী। সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে তারেক মাসুদ, মিশুক মুনীরসহ নিহত চলচ্চিত্রকর্মীদের স্মরণে মঙ্গলপ্রদীপ প্রজ্জ্বালন।সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে থাকবে আলোচনা। আলোচনার শুরুতে তারেক মাসুদ নির্মিত চলচ্চিত্র ‘রানওয়ে’ বিষয়ে আলোচনা করবেন চলচ্চিত্র সমালোচক ও অধ্যাপক আ আল মামুন। এছাড়া স্মরণ আলোচনায় অংশগ্রহণ করবেন ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব বাংলাদেশের সভাপতি স্থপতি লাইলুন নাহার স্বেমি, অগ্রজ চলচ্চিত্রকার মোরশেদুল ইসলাম, মিশুক মুনীরের সহোদর আসিফ মুনীর, তারেক মাসুদের সহোদর নাহিদ মাসুদ এবং অনল রায়হান। অনুষ্ঠানে প্রারম্ভিক আলোচনা এবং আলোচনা সঞ্চালন করবেন ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব বাংলাদেশের সাধারণ সম্পাদক বেলায়াত হোসেন মামুন।অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক নাট্যজন লিয়াকত আলী লাকী। আয়োজনটি সকলের জন্য উন্মুক্ত থাকবে।এলএ/এইচআর/আরআইপি

Advertisement