ধর্ম

বাইতুল্লায় প্রবেশের সময় যে দোয়া পড়বেন

হজ ওমরা বা জিয়ারাত- যে উদ্দেশ্যেই মসজিদে হারাম তথা বাইতুল্লাহ চত্ত্বরে প্রবেশ করবেন, সেখানে আল্লাহ তাআলা প্রশংসা, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রতি দরূদ এবং কল্যাণের দোয়া করা প্রয়োজন। কারণ, এ পবিত্র স্থানে যে দোয়াই করবেন, আল্লাহ তাআলা তাই কবুল করবেন। তাই মসজিদে হারাম তথা বাইতুল্লাহ চত্ত্বরে প্রবেশের দোয়াটি তুলে ধরা হলো-উচ্চারণ : বিসমিল্লা-হি ওয়াস সালা-তু ওয়াস সালা-মু আ’লা রাসু-লিল্লা-হ; আউ’জুবিল্লা-হিল আ’জিম ওয়া বিওয়াঝহিল কারি-ম ওয়া সুলতা-নিহিল ক্বাদি-মি মিনাশ্‌ শায়ত্বা-নির্‌ রাঝি-ম; আল্লা-হুম্মাফ তাহ্‌লি- আবওয়াবা রাহ্‌মাতিক।অর্থ : আল্লাহর নামে শুরু করছি, দরূদ ও সালাম রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর প্রতি। মহান ও মহিয়ান আল্লাহ তাআলা এবং তাঁর মর্যাদাশীল সত্ত্বা ও চিরন্তন কর্তৃত্বের আশ্রয় প্রার্থনা করছি- বিতাড়িত শয়তান হতে। হে দয়াময় আল্লাহ! তোমার রহমতের দরজাগুলো আমাদের জন্য খুলে দাও।এ দোয়ার বিশেষ ফজিলতহাদিসের গ্রন্থ আবু দাউদ ও মিশকাতে এসেছে যে, এ দোয়ার আরো বিশেষত্ব হলো- যে ব্যক্তি দোয়াটি দিনের শুরুতে এটি পড়বে, সে ব্যক্তি সারাদিনের জন্য (শয়তানের) ক্ষতি থেকে নিরাপদ হয়ে যাবে।আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে হজ ওমরা ও জিয়ারতের উদ্দেশ্যে মসজিদে হারামে প্রবেশের সময় এ দোয়া পড়ার মাধ্যমে যাবতীয় কল্যাণ লাভ ও মনের নেক উদ্দেশ্যগুলো পুরণের তাওফিক দান করুন। এবং শয়তানের সকল ক্ষতি থেকে রক্ষা করুন। আমিন।এমএমএস/আরআইপি

Advertisement