খেলাধুলা

বড় জয়ে কোয়ার্টারে ব্রাজিল

হারলেই বিদায়, ড্র করলে তাকিয়ে থাকতে হবে অন্য দলের দিকে, তবে সে পথে হাঁটল না প্রথমবারের মত স্বর্ণ জয়ের স্বপ্ন নিয়ে মাঠে নামা নেইমারের ব্রাজিলের। নিজেদের শেষ ম্যাচে ডেনমার্ককে ৪-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে নেইমার-গ্যাব্রিয়েলরা।আগেই দুই ম্যাচে দক্ষিণ আফ্রিকা আর ইরাকের বিপক্ষে গোলশূন্য ড্রতে গ্রুপ পর্ব থেকেই ছিটকে পড়ার শঙ্কায় ছিল নেইমার-বারবোসা-জেসুসরা। কিন্তু নিজেদের দিনে ব্রাজিল যে বিশ্বের যেকোনো দলের চেয়েই শত মাইল এগিয়ে, সেটাই প্রমাণ হয়ে গেল। নিজেদের মাটিতে অলিম্পিকে অধরা সোনা জয়ের মিশনে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক হয়ে খেলতে থাকে ব্রাজিল। এরই ধারাবাহিকতায় ম্যাচের ২৬ মিনিটে গ্যাব্রিয়েল বারবোসা গোল করে দলকে লিড এনে দেন। এরপর ম্যাচের ৪০ মিনিটে গ্যাব্রিয়েল জেসুস গোল করলে ২-০ এগিয়ে থেকেই বিরতিতে যায় আগের দুই ম্যাচে কোন গোল না পাওয়া ব্রাজিল।বিরতি থেকে ফিরে যেন আরও ভয়ঙ্কর হয়ে ওঠে নেইমার-বারবোসা। ম্যাচের ৫০ মিনিটে লুয়ানের গোলে ৩-০ তে লিড নেয় স্বাগতিকরা। আর ম্যাচের ৮০ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে ৪-০ ব্যবধানের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে নেইমার-বারবোসা-জেসুসরা। এই জয়ে ব্রাজিল শুধু জেতেইনি, গ্রুপ সেরা হয়েছে। কোয়ার্টার ফাইনালে কলম্বিয়ার মুখোমুখি হবে ব্রাজিল।এমআর/আরআইপি

Advertisement