কৃষি ও প্রকৃতি

জলবায়ু পরিবর্তন ফসল উৎপাদনে বিরূপ প্রভাব ফেলছে

জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব দেশে ফসল উৎপাদন ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে। আবহাওয়ার অসংলগ্ন আচরণের সঙ্গে খাপ খাওয়াতে কৃষি খাতকে ইতোমধ্যে ধকল পোহাতে হচ্ছে বলে জানিয়েছেন পরিবেশ ও কৃষি বিশেষজ্ঞরা।বিভিন্ন ক্ষেত্রে জলবায়ু পরিবর্তনের প্রভাব স্পষ্ট হয়ে উঠেছে। যেমন বৃষ্টির ধরণ, সমুদ্রের পানি বৃদ্ধি, প্রচন্ড তাপদাহ ও খরা। এর সবগুলোই কৃষি খাতের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। রোববার নগরীর স্পেকট্রা কনভেশন সেন্টারে অনুষ্ঠিত এক কর্মশালায় বিশেষজ্ঞরা এসব কথা বলেন। কর্মশালার শিরোনাম ছিল ‘ফিজিবিলিটি স্টাডি অব ক্লাইমেট-স্মার্ট ভিলেজ ইন বাংলাদেশ।’ সেন্টার ফর এনভায়রনমেন্ট এবং জিওগ্রাফিক ইনফরমেশন সার্ভিসেস (সিইজিআইএস) এর আয়োজন করে।কর্মশালা সভাপতিত্ব করেন সংগঠনটির নির্বাহী পরিচালক ইঞ্জিনিয়ার মো. ওয়াজিউল্লাহ। অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন- পানি সম্পদ সচিব ড. জাফর আহমেদ খান, কৃষি মন্ত্রণালয়ের বীজ শাখার মহাপরিচালক আনোয়ার ফারুক প্রমুখ। কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিইজিআইএস-এর পরিচালক ড. মো. গোলাম ফারুক। এ সময় সরকারি ও বেসরকারি সংস্থার কর্মকর্তা, বিশেষজ্ঞ ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। -বাসস-আরএস

Advertisement