জাতীয়

নেপালে বাংলাদেশি বিমানে আগুন, যাত্রীরা নিরাপদে

নেপালের রাজধানী কাঠমান্ডু ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশি একটি বিমানে আগুন ধরে যায়। সোমবার দুপুর ২টার দিকে বিমানটি অবতরণ করার সময় এ ঘটনা ঘটে। তবে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। দুর্ঘটনাগ্রস্ত বিমানের সব যাত্রী ও কর্মীকে নিরাপদে বের করে আনা সম্ভব হয়েছে বলে জানা গেছে।

Advertisement

বিমানবন্দরের পুলিশ জানান, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট বিজি৭০২-এর চাকায় আগুন ধরে যায়। আনুমানিক দুপুর ২টার সময় এই ঘটনা ঘটে। অগ্নিনির্বাপক দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

বিকেল ৩টায় বিমানটি বাংলাদেশে আসার কথা থাকলেও সেটি বাতিল করা হয়েছে। বাংলাদেশ থেকে ইঞ্জিনিয়াররা কাঠমান্ডু গিয়ে পরীক্ষা করে জানাবেন কখন সেটি উড়তে সক্ষম হবে। সূত্র : জিনহুয়া

Advertisement