বিনোদন

ঈদের চমক বাপ্পী-আঁচলের সুলতানা বিবিয়ানা

বাপ্পী ও আঁচল জুটির পথচলা শুরু শাহীন সুমনের ‘জটিল প্রেম’ ছবির মাধ্যমে। ২০১৩ সালে মুক্তি পাওয়া ছবিটি ব্যবসায়িকভাবে দারুণ সফল হয়। এরপর আরো পাঁচটি ছবিতে তারা সফল জুটি হিসেবে হাজির হয়েছেন। তবে ক্যারিয়ারের সবচেয়ে সফল ছবিটির জন্য অপেক্ষা করছেন ঢাকাই ছবির জনপ্রিয় দুই মুখ বাপ্পী ও আঁচল। আসছে ঈদুল আজহায় মুক্তি পেতে যাচ্ছে তাদের জুটির ষষ্ঠ ছবি ‘সুলতানা বিবিয়ানা’। ভার্সেটাইল মিডিয়ার প্রযোজনায় এটি নির্মাণ করেছেন জনপ্রিয় নাট্য নির্মতা হিমেলে আশরাফ। ‘আমাদের গল্পে আমাদের সিনেমা’- এই স্লোগান নিয়ে নির্মিত হয়েছে ছবিটি। মৌলিক জীবনমুখী প্রেমের গল্পের ছবিটি আসছে ঈদে শতাধিক প্রেক্ষাগৃহে মুক্তি পাবে বলে নিশ্চিত করেছেন ভার্সেটাইল মিডিয়ার কর্ণধার আরশাদ আদনান। তিনি বলেন, ‘গত  ঈদুল ফিতরে সকল নোংরা রাজনীতি ও ষড়যন্ত্রকে পাশ কাটিয়ে আমাদের ব্যানারের ছবি ‘মেন্টাল’ সর্বাধিক সিনেমা হলে মুক্তি পেয়েছিলো। এবারেও সেই সাফল্য অব্যাহত থাকবে।’তিনি আরো বলেন, ‘আমাদের দেশে প্রায় তিন শ’র মতো হল আছে। তারমধ্যে চলচ্চিত্রের জন্য আশির্বাদস্বরুপ ৪০টির মতো হল আছে। যেখানে সবসময়ই ভালো ব্যবসা হয়। সেগুলোসহ শতাধিক হলে ‘সুলতানা বিবিয়ানা’ পৌঁছে দেব। মানুষ এখন মৌলিক গল্প চায়। জীবনের কথা শুনতে চায়। সেই দিক থেকে আসছে ঈদের সেরা ছবি হবে এটি; আর সেরা জুটি হবে বাপ্পী-আঁচল। গলাবাজি কিংবা প্রচারের চাকচিক্যে মানুষ ভুলানোর দিন ফুরিয়ে আসছে।’ছবিটি নিয়ে নির্মাতা হিমেল আশরাফ বলেন, ‘যারা ছোট পর্দা থেকে চলচ্চিত্র নির্মাণে আসেন চলচ্চিত্রের হেড অফিস খ্যাত কাকরাইল পাড়ায় তাদের তুচ্ছ তাচ্ছিল্য করে মিডিয়া ডিরেক্টর বলে ডাকা হয়। এই তাচ্ছিল্যের জবাব আমি সিনেমা দিয়েই দিতে চাই। এটি আমার প্রথম চলচ্চিত্র। তাই চেষ্টার ত্রুটি রাখিনি। আমার বিশ্বাস, গল্প, চরিত্রদের আবেদন, গান ও নির্মাণের মুন্সিয়ানায় আসছে ঈদে বাজিমাত করবে ‘সুলতানা বিবিয়ানা’। ছবির গল্প নিয়ে নির্মাতা বলেন, ‘হাজার বছরের বাঙালির যে জীবনধারা তারই চিত্র এখানে ফুটে উঠেছে। দেখতে দেখতে মনে হবে চরিত্রগুলো খুব চেনা। এই প্রেম, এই বিরহ, এই কষ্ট- সবই আমাদের নিজস্ব সংস্কৃতি আর জীবনধারণের প্রতিচ্ছবি। ছবির গল্পটি লিখেছেন প্রয়াত ফারুক হোসেন। তিনি গত বছর কক্সবাজারে নিখোঁজ হন। ফারুকের গল্প ভাবনা ছিলো অসাধারণ। তার গল্প নিয়ে যারা কাজ করেছেন তারা একবাক্যে স্বীকার করবেন ফারুক ছিলেন মৌলিক ভাবনার একজন মানুষ। এখানে জীবনের অনেক কিছুই তিনি তুলে ধরেছেন। তবে সবকিছুই এসেছে একজোড়া প্রেমিক-প্রেমিকাকে ঘিরে। ‘সুলতানা বিবিয়ানা’ একটি নিখুঁত প্রেমের ছবি।’কেন এই ছবিটি দর্শক দেখবেন সেই প্রসঙ্গে হিমেল আশরাফ বলেন, ‘যেহেতু এখনকার চলচ্চিত্রের দর্শক তরুণরাই বেশি তাই তাদের চাহিদাকে প্রাধান্য দিয়েই ছবিটি নির্মাণ করেছি। ছবিটির বাঁকে বাঁকে সাসপেন্স আছে, পরবর্তী দৃশ্য দেখার আকাঙ্খা আছে। এখানে প্রেম আছে, মুগ্ধ হবার মতো একটি গল্প আছে। নান্দনিক সব লোকেশনে আমরা ছবিটির দৃশ্যায়ণ করেছি। বেশ কিছু শ্রুতিমধুর গান রয়েছে। অর্থাৎ বিনোদনের সবকিছুই থাকছে ‘সুলতানা বিবিয়ানা’তে। তাছাড়া বাপ্পী ও আঁচলের একটা গ্রহণযোগ্যতা আছে আমাদের চলচ্চিত্রের বাজারে। তাদের প্রচুর ভক্ত আছে। যারা অনেকদিন ধরেই অপেক্ষায় আছেন এই জুটির একটি ভালো ছবির জন্য। আমার বিশ্বাস, বাপ্পী ও আঁচল তাদের সেরা কাজটি করেছেন এই ছবিতে। দর্শকরা তাদের জনপ্রিয়তাকে নতুন করে আবিষ্কার করবেন।’এদিকে ছবিটি নিয়ে নায়ক বাপ্পী বলেন, ‘এরইমধ্যে ক্যারিয়ারে অনেকগুলো ছবি আমার যোগ হয়েছে। তার বেশ কিছু ছবি সুপারহিটও হয়েছে। তবে সত্যি কথা বলতে ‘সুলতানা বিবিয়ানা’ নিয়ে আমি অনেক বেশি সাফল্যের প্রত্যাশী। এই ছবির গল্প ও আমার চরিত্রটি খুবই চমৎকার। দর্শকের মনে দাগ কাটবেই।’ছবির নায়িকা আঁচল বলেন, ‘অনেকদিন হয় আমার নতুন কোনো ছবি নেই। এজন্য ভক্তরা অনেক অভিযোগ করেন। এটা আমার জন্য উৎসাহের। কারণ তারা আমাকে ভালোবাসেন বলেই মন খারাপ করে আরো বেশি কাজ করার অনুরোধ করেন। তাদের উদ্দেশ্যে বলতে চাই, একটি ভালো কাজের জন্য অপেক্ষা করতে হয়। সেই অপেক্ষার পালা শেষ হতে যাচ্ছে আগামী ঈদে। আমি স্বীকার করি আমার ক্যারিয়ারের এখন পর্যন্ত সেরা ছবির কাজটি করেছি ‘সুলতানা বিবিয়ানা’তে। এই ছবিটি আমার জন্য দারুণ প্রাপ্তি বলেই মনে করি। সবাইকে আমন্ত্রণ রইল সিনেমা হলে গিয়ে ছবিটি দেখার।’গত বছরের ফেব্রুয়ারিতে শুটিং শুরু হয় ‘সুলতানা বিবিয়ানা’র। ঢাকার বিভিন্ন অঞ্চল, রাজবাড়ি, কুষ্টিয়ার মনোরম সব লোকেশনে এর দৃশ্যায়ণ হয়েছে।  এ ছবিতে মোট গান থাকছে পাঁচটি। গানগুলোতে কণ্ঠ দিয়েছেন হাবিব ওয়াহিদ, ন্যানসি, আরেফিন রুমী, কলকাতার শিল্পী আকাশ সিনহা প্রমুখ।বাপ্পী-আঁচল ছাড়াও ছবিটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন অমিত হাসান, মামুনুর রশীদ, মাহমুদুল ইসলাম মিঠু, মিশা সওদাগরসহ আরো অনেকে।এলএ/এইচআর/এমএস

Advertisement